পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ০১ অক্টোবর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয় ।
দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত ) তুরাব হোসেন এর সভাপতিত্বে -
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন এস এম সাইফুর রহমান , ক্যাম কমান্ডার ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র অরেন্ট অফিসার মকবুল হোসেন , সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল হান্নান , সিনিয়র ওয়ারেন্ট অফিসার রাজু আহমেদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি , পরিমল দে সরকার , জামায়াতে ইসলামী দেবীগঞ্জ উপজেলা শাখার আমীর , মাওলানা আবুল বাশার বসুনীয়া, থানা অফিসার ইনচার্জ এর প্রতিনিধি এস আই সুমন রায় , দেবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান, দেবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হরিশ রায় , প্রতিটা ইউনিয়নের চেয়ারম্যানগন ও উপজেলার প্রতিটি দপ্তরের দপ্তর প্রধানগণ , উপজেলার প্রতিটি (১১৬টি) দুর্গা মন্ডপের সভাপতি ও সম্পাদক গন , জামায়াতে ইসলামী বাংলাদেশ এর নেতাকর্মী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নেতাকর্মীগন।
প্রধান অতিথি বলেন , মন্দিরে ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর টিমসহ যৌথ বাহিনী সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবে । পূজা শান্তিপূর্ণ ভাবে পালনের জন্য প্রতিটি মন্দিরে আনসার সদস্যরা ২৪ ঘন্টা দায়িত্ব পালন করবে ।এছাড়াও পুলিশ সদস্যদের পাশাপাশি প্রতিটি মন্দিরে গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) , আইনের বিধি নিষেধ মেনে চলার আহবান করে , শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সকল পক্ষের সার্বিক সহযোগিতা চেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ।