1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
আশুলিয়ায় ডিবি পরিচয়ে ব্যবসায়িকে তুলে নেয়ার চেষ্টা, যুবক আটক  কাঠালিয়ায় এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নিয়ামতপুরে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের আহ্বানে প্রীতি ফুটবল ম্যাচ গাজীপুরের ড্রিম ল্যান্ড গেস্ট হাউসে পুলিশের অভিযানে ১৪ জন আটক নিয়ামতপুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত আশুলিয়ায় ৬ দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ  বরগুনায় বিএনপি নেতার বিরুদ্ধে বৈশাখী উৎসবে চাঁদাবাজির অভিযোগ মির্জাপুরে মানববন্ধন শেষে বাড়িতে গিয়ে হামলা ও অগ্নিসংযোগ: গ্রেপ্তার ৩ আশুলিয়ায় থাই অ্যালকোম্যাক্স পিএলসি কারখানায় অগ্নিকাণ্ড  টাঙ্গাইলে নিখোঁজের ৩ দিন পর সেপটিক ট্যাংকে মিলল ছাত্রের মরদেহ

প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট”র বিরুদ্ধে অনিয়মের অভিযোগ 

ভূরুঙ্গামারি (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের ভিএফএ (ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট) রফিকুল ইসলামের বিরুদ্ধে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার খামারি ও পল্লি প্রাণী চিকিৎসকরা বিভিন্ন দপ্তরে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত। দুই যুগের অধিক সময় যাবত তিনি ভূরুঙ্গামারী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে কর্মরত আছেন।

তার বিরুদ্ধে ওঠা অভিযোগের মধ্যে রয়েছে, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন লঙ্ঘন করা, সেবার নামে অতিরিক্ত ফি আদায় করা, অপচিকিৎসা দিয়ে প্রাণী মেরে ফেলা, অর্থ আত্মসাৎ করা, পল্লি প্রাণী চিকিৎসকদের অপমান ও অসম্মান করা। ভুক্তভোগীরা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

খামারি আসাদুল হক বলেন, একটি গরু অসুস্থ হলে রফিকুল ইসলাম চিকিৎসা করেন। গরুটি সুস্থ না হয়ে মারা যায়। ভিজিট বাবদ দুই হাজার টাকা দিতে হয়েছে।

খামারি লক্ষণ চন্দ্র বলেন, খামারের একটি গরু পড়ে গিয়ে আঘাত পায়। চিকিৎসার জন্য রফিকুল ইসলামকে ডাকি। তিনি গরুটিকে স্টোকের চিকিৎসা দেন। পরে গরুটি মারা যায়।

রেজাউল করিম বলেন, ব্যবসায়িক সূত্রে একব্যক্তির নিকট কিছু টাকা পেতাম। তিনি রফিকুলের মাধ্যমে টাকা ফেরত দিতে সম্মত হন। রফিকুল ওই ব্যক্তির নিকট থেকে টাকা নিয়েছেন কিন্তু আমাকে দেননি। এ বিষয়ে তাকে একটি উকিল নোটিশ পাঠানো হয়েছে।

প্রাণী পল্লি চিকিৎসক ও কৃত্রিম প্রজনন কর্মী আব্দুস সালাম বলেন, সঠিক চিকিৎসা দেওয়ার পরেও ভিএফএ জনসম্মুখে আমাকে অপদস্থ করেছেন।

রফিকুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। যে অভিযোগগুলো করা হয়েছে সেগুলো মিথ্যা। আমি এসবের সাথে জড়িত নই।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশিকুজ্জামান বলেন, রফিকুল ইসলামের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। সদ্য এই অফিসে যোগদান করেছি। অভিযোগ তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট