পটুয়াখালী মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে পটুয়াখালী জেলা প্রশাসকের সাথে সর্বসাধারণের মতবিনিময় সভা।
রবিবার ( ৭ অক্টোবর) সকাল ১০ টায় মির্জাগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে সর্বসাধারণের সাথে পটুয়াখালী জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
মির্জাগঞ্জ উপজেলার সকল সরকারি কর্মকর্তা – কর্মচারী, রাজনৈতিক ব্যাক্তিবর্গ,শিক্ষকবৃন্দ,বীর মুক্তিযোদ্ধা জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যাক্তিবর্গ, ছাএ প্রতিনিধি, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, গণমাধ্যামকর্মী এবং বিভিন্ন পেশার মানুষ এ সভায় উপস্থিত থাকে।
উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রট আবু হাসানাত মোহাম্মদ আরেফীন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো আনোয়ার জাহিদ, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মোঃ ইমরাউল কায়েস ইমরুল, সহকারী কমিশন (ভুমি) তন্মময় হাওলাদার, মির্জাগঞ্জ থানা ইনচার্জ ( ওসি) মোঃশামীম হাওলাদার, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু,সিনিয়র সহ সভাপতি সাধারণ সম্পাদক সহ উপজেলা বিএনপির নেতাকর্মী প্রমুখ।
সভায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদকনির্মুল, চাঁদাবাজি বন্ধ, আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তি, নিরাপত্তা রক্ষার ক্ষেএে প্রশাসন, পুলিশ, রাজনৈতিক ব্যাক্তিবর্গের সর্বোচ্চ ভুমিকা নেওয়ার আলোকপাত হয়।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের গাবুয়া গ্রামের মো সাগর হোসেনকে (২৭) চেকের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক আবু হাসানাত মো আরেফীন।