1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে নারীকে শ্লীলতহানি ও মারধরের মামলায় বাঁধন গ্রেফতার, পিস্তল ওসমান পলাতক মির্জাপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বাবা নিয়ামতপুরে সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত মধুপুর ৪ মাসের সন্তান বিক্রি করে মোবাইল ফোন কিনলেন মা, উদ্ধার করল পুলিশ গাজীপুরের কাশিমপুরে ব্যাটারি ফ্যাক্টরিতে দুর্ধর্ষ ডাকাতির ভূরুঙ্গামারীতে জামায়াতের সূধী সমাবেশ অনুষ্ঠিত  আশুলিয়ায় ডিবি পরিচয়ে ব্যবসায়িকে তুলে নেয়ার চেষ্টা, যুবক আটক  কাঠালিয়ায় এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নিয়ামতপুরে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের আহ্বানে প্রীতি ফুটবল ম্যাচ গাজীপুরের ড্রিম ল্যান্ড গেস্ট হাউসে পুলিশের অভিযানে ১৪ জন আটক

পটুয়াখালীতে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

পটুয়াখালী প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৩৯ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় গত শনিবার ভোরে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এক যৌথ অভিযানে মো. সাইফুল ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ২৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বাড়িতে বেশ কিছু ইয়াবা ট্যাবলেটের চালান এসেছে। সাইফুল পূর্ব সুবিদখালী গ্রামের বাসিন্দা মো. হারুন রাড়ির জ্যেষ্ঠ পুত্র।

অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সাইফুল পালানোর চেষ্টা করলে, সেনাবাহিনীর সদস্যরা দ্রুত তাকে আটক করে। এরপর তার বাড়িতে তল্লাশি চালিয়ে ২৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারের পর সাইফুলকে উদ্ধারকৃত ইয়াবাসহ মির্জাগঞ্জ থানায় সোপর্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ক্যাপ্টেন রিমান রাফিন নিশাত বলেন, “মাদকের বিরুদ্ধে সেনাবাহিনীর অবস্থান অত্যন্ত কঠোর। মাদকবিরোধী কার্যক্রমকে আরও শক্তিশালী করা হবে এবং সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালিত হবে, যাতে এলাকার শান্তি-শৃঙ্খলা সুরক্ষিত থাকে।

তিনি আরও বলেন, “মাদকের বিষয়ে সেনাবাহিনী কোনো ধরনের আপস করবে না। মাদক ব্যবসার সঙ্গে যুক্ত গডফাদার ও মাদক সম্রাটদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত থাকবে।”

এই সফল অভিযানের জন্য এলাকাবাসী সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছে। তাদের মতে, এ ধরনের অভিযান মাদক ব্যবসায়ীদের মধ্যে ভীতির সঞ্চার করবে এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনে সহায়ক হবে। স্থানীয়রা আশা প্রকাশ করছে যে, এ ধরনের কঠোর পদক্ষেপের মাধ্যমে মাদক ব্যবসা ও মাদকসেবনের হার উল্লেখযোগ্য হারে কমে আসবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট