প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৫, ১:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৪, ৪:৩৭ পি.এম
নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন
মানববন্ধন কর্মসূচি পালন করে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরা লের চর-আলাতুলি, দেবিনগর ও শাহজাহানপুর ইউনিয়নের সাধারণ মানুষ। মানববন্ধন শেষে বালুমহাল ইজারা বাতিল ও অবৈধ বালু উত্তোলন বন্ধ করে ফসলি জমি ও বসত-ভিটা রক্ষার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মো: মোখলেসুর রহমান।
মানববন্ধন কর্মসূচিতে নবীর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আফসারুল আলম, মাওলানা কাওসার আলী, ফয়সাল হোসেন, আব্দুল জলিলসহ অন্যরা। পরে জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন ভুক্তভোগীরা। বক্তারা বলেন, শাহজাহানপুর ইউনিয়নের মোহনা পার্ক সংলগ্ন দুর্লভপুর-হাকিমপুর এলাকায় পদ্মা নদীর তীর ঘেঁষে প্রতিদিন ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এতে নদীর তীর ও বাঁধ ভেঙে কয়েক হাজার বিঘা ফসলী জমি, স্থাপনা, বসতবাড়ী ও প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হয়েছে।
চর-আলাতুলি, দেবিনগর ও শাহজাহানপুর ইউনিয়নের নদী তীরবর্তী কয়েকশ বাড়িঘর এখনও হুমকির মধ্যে রয়েছে। নদী ভাঙন থেকে রক্ষার জন্য অবিলম্বে বালু উত্তোলন বন্ধের জোর দাবি জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত