নীলফামারীর জলঢাকায় আগুনে পুড়ে একটি পরিবার নিঃস্ব।বুধবার (১৬অক্টোবর) উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চাওড়াডাঙ্গী গ্রামের মৃত গউছুল আজমের পুত্র নুরুল ইসলামের বাড়িতে আনুমানিক ভোর ৪: ৩০ মিনিট আগুন পুড়ে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। বাড়িতে কিভাবে আগুনের উৎপত্তি হল তা এখনো জানা যায় নি বলে জানিয়েছেন নুরুল ইসলাম।
বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতির পরিমান প্রায় ৭ লাখ টাকা। আগুনে ক্ষয়ক্ষতির বিবরণ : ঘড়:৬ টি (থাকার ঘড়-০৪টি+২ টা) গরু: ৩টি (ষাড়-১টি,গর্ভবতী গাভী-১টি, বাছুর-১টি)=১,৫০,০০০/-ছাগল: ৪ টি= ২০,০০০/-
হাঁস ও মুরগী, ফ্রিজ: ১টি = ৫০,০০০/-
টাকা: ৬০,০০০/- ধান: ১০ মন চাল: ৮ মন সহ অনেক কিছু।
নুরুল ইসলাম আরো বলেন, এই অবস্থায় যদি স্থানীয় সরকারে সহযোগিতা না পাই আমি ও আমার পরিবার বেচে থাকা মুশকিল হবে। আগুন আমার পরিবারের জন্য অবশিস্ট কিছুই রেখে যায়নি।
স্থানীয়রা বলেন, আমাদের যার যার অবস্থান থেকে এই মুহুর্তে নুরুল ইসলাম কে সাহায্য করা দরকার ও আমরা করবো। তারা আরো বলেন, আগুনে তো নুরুল ইসলামের কিছুই থাকলো না, এখন আমরা সাহায্য না করলে হয়ে তো না খেয়ে মরে যেতে হবে।