রংপুরের পীরগঞ্জ পল্লী বিদ্যুৎ সাবস্টেশন দুর্নীতির আতুড় ঘর। টাকা ছাড়া কোন ফাইল নড়ে না এই অফিসে। ভিলেজ ইলেকট্রিশিয়ানরা দুর্নীতিমুক্ত করতে স্থানীয় প্রেস ক্লাবে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায় উক্ত অফিসের এজিএম আবু হোসেন এবং ওয়্যারিং পরিদর্শক সাইফুল ইসলাম সাধারণ জনগণকে মিঠিপুর ইউনিয়নের একবারপুর গ্রামের একাধিক শোকজ খাওয়া ভিলেজ ইলেকট্রিশিয়ান আতিকুর রহমান আতিকের মাধ্যমে এই ঘুষ বাণিজ্য করেন বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে।
তারা জানান হাসানপুর গ্রামের আমিনুল ইসলাম, গোবরা কুতুবপুর গ্রামের রাশিদুল ইসলাম, একই গ্রামের আনারুল ইসলাম, সদরা কুতুবপুর গ্রামের মিনারা বেগম, এবং ওমর ফারুক, জামালপুর গ্রামের রায়হান মিয়া, এবং রাসেল মিয়া, ফরিদপুর গ্রামের শাহ সুলতান মিয়া, রসুলপুর গ্রামের মজিবর রহমান একাধিক ব্যক্তি পল্লী বিদ্যুতের বিধি অনুযায়ী সংযোগ নেওয়ার জন্য আবেদন করলে ওয়ারিং পরিদর্শক সাইফুল ইসলাম সবগুলো আবেদন বাতিল করে দেয়। পুনরায় আবেদন করে অন্য একজন পরিদর্শক পরিদর্শন করে এসে সেগুলোতে সংযোগ প্রদান করা হয়। এ বিষয়ে জানতে ভিলেজ ইলেকট্রিশিয়ানরা এজিএম আবু হোসেনের রুমে গেলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বের করে দেওয়া হয়।
ওয়ারিং পরিদর্শক সাইফুল এর পূর্বেও ২০২০ সালে পীরগঞ্জে ছিলেন এরপর চাকুরী বিধি অনুযায়ী ভেন্ডাবাড়িতে বদলি হলে কাগজ বিহীন একটি মোটরে সংযোগ প্রদান করলে কর্তৃপক্ষ তাকে ওএসডি করে শঠিবাড়ি সদর অফিসে নিয়ে যাওয়া হয়। সে সময় ভিলেজ ইলেকট্রিশিয়ান আতিকুর রহমান আতিক এক বছরের জন্য সাসপেন্ড করে কর্তৃপক্ষ।
পুনরায় সাইফুল ইসলাম কারিশমা করে পীরগঞ্জ আসলে আতিকুর রহমান আতিকের কপাল খুলে যায়। পীরগঞ্জ সাব স্টেশনে ৩০ জন লাইসেন্স প্রাপ্ত ভিলেজ ইলেকট্রিশিয়ান এরমধ্যে দুই তিনজন ছাড়া কাউকে অফিসে প্রবেশ করতে দেওয়া হয় না। এ বিষয়ে এজিএম আবু হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন ভাই আমাদের হরতাল চলছে।
এ বিষয়ে আমি কোন কথা বলতে পারব না। সাইফুল ইসলাম বলেন যেগুলো বাতিল করা হয়েছে সেগুলো আবেদনে বিভিন্ন রকম ত্রুটি ছিল। অন্য একজন পরিদর্শ কিভাবে সংযোগ প্রদান করলেন এই প্রশ্নের জবাবে তিনি বিভিন্ন কথা বলে ফোনটি কেটে দেন। পীরগঞ্জ সাবস্টেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার তাকে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি।
পীরগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিস দুর্নীতিমুক্ত করতে চার বছর হল পীরগঞ্জের চাকরিরত এজিএম আবু হোসেন কে অতি দ্রুত বদলি ওয়ারিং পরিদর্শক সাইফুল ইসলামকে পীরগঞ্জ থেকে বদলি করে অন্য স্টেশনে নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন ভিলেজ ইলেকট্রিশিয়ান এবং সংযোগ প্রদানকারীরা।