বরগুনার বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীর তথ্য সংগ্রহ করতে গিয়ে হয়রানিমূলক মিথ্যা মামলার শিকার হয়েছেন কালেরকণ্ঠ পত্রিকার বামনা উপজেলা প্রতিনিধি মনোতোষ হাওলাদার। গত সোমবার বামনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, বরগুনায় ওই সাংবাদিকের নামে হয়রানিমূলক মামলা দায়ের করেন স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সুদেব হাওলাদার (৩৫)। তিনি উপজেলার দক্ষিণ আমতলী গ্রামের জীতেন্দ্রনাথ হাওলাদারের ছোট ছেলে।
এর আগে গত শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের আমতলী গ্রামে আখড়াবাড়ী মন্দিরের সামনের সড়কে সন্ত্রাসী সুদেব হাওলাদার কর্তৃক হামলার শিকার হয়েছেন কাঁঠালিয়া উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা অনুপম হাওলাদার পলাশ।
এ ঘটনায় ওই দিন রাতে সুদেব হাওলাদারকে প্রধান আসামি করে আরো তিনজনের নামে বামনা থানায় হত্যার চেষ্টা মামলা দায়ের করেন আহত ওই কৃষি কর্মকর্তার স্ত্রী মিতালী রানী শিপ্রা। মামলার অন্য আসামিরা হলেন তাঁর ভাইয়ের ছেলে নয়ন হাওলাদার (২৫), দুর্জয় হাওলাদার (১৮) ও বড় ভাই সুমন হাওলাদার (৪০)।
কাঁঠালিয়া কৃষি কর্মকর্তা সন্ত্রাসী হামলায় আহত শিরোনামে বিভিন্ন দৈনিকে সংবাদ প্রকাশ হওয়ায় বামনা থানার হত্যাচেষ্টা মামলার আসামি সুদেব হাওলাদার ওই সাংবাদিকের ওপর ক্ষিপ্ত হয়ে তাঁকে ৭ নম্বর আসামি করে বরগুনা আদালতে একটি হয়রানিমূলক মিথ্যা মামলা করেন।
সাংবাদিক মনোতোষ হাওলাদার বলেন, ১২ অক্টোবর সকাল ১১টা থেকে আমি বামনা প্রেস ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি ও আরো সাংবাদিকদের নিয়ে একটি সভায় ফেসবুক লাইভ করায় ব্যস্ত ছিলাম।
হামলার খবর পেয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি নিয়ে হাসপাতালে তথ্য সংগ্রহ করতে যাই। আমি হতবাক, মর্মাহত যে তথ্য সংগ্রহ করতে গেলেও মামলার আসামি হতে হয়, এটা আমার জানা ছিল না। এই মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাই।