তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় প্রধান আসামি ছিলেন।টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সভাপতি,বঙ্গবন্ধুর অত্যন্ত ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক গণপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য, সাবেক টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান , টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের দীর্ঘদিনের সাবেক সাধারণ সম্পাদক একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বর্ষীয়ান রাজনীতিবিদ ফজলুর রহমান খান ফারুক। পরিবার সূত্রে থেকে জানা যায়, ফজলুর রহমান খান ফারুক দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন । শুক্রবার সন্ধ্যা থেকে তিনি কথা বলতে পারছিলেন না।
শনিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯ টার দিকে নিজ বাস ভবনে শহরের থানা পাড়ায় তিনি মৃত্যু বরণ করেন৷ মৃত্যুকালে তার বয়স ৮০ বছর।
ফজলুর রহমান ফারুক ১২ অক্টোবর ১৯৪৪ সালে টাঙ্গাইলের মির্জাপুরের ওয়ার্শী ইউনিয়নের কহেলা গ্রামে জন্মগ্রহণ। তিনি আব্দুল হালিম খান ও মা ইয়াকুতুন্নেছা খানমের আট সন্তানের মধ্যে তিনি তৃতীয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে মাষ্টার্স পাস করেন। তার স্ত্রী মৃত সুরাইয়া বেগম। তিনি এক পুত্র এবং এক কন্যা সন্তানের জনক। তার জানাজা বাদ আসর টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদে অনুষ্ঠিত হবে।