ঢাকার ধামরাইয়ে উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ অক্টোবর রবিবার বিকেল ৩টায় উপজেলার ঢুলিভিটাস্থ মুন্নু কমিউনিটি সেন্টারে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ এর সভাপতিত্বে ও ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব খান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সিনিঃ সহ-সভাপতি আবুল হাসেম, ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন মাসুম, ঢাকা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোকাররম হোসেন সাজ্জাদ সহ উপজেলা ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজলুম জননেতা তারেক রহমান সহ সকল রাজবন্দিদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা ও সাজা বাতিল সহ যুবদলের বিগত দিনের ইতিহাস তুলে ধরেন।