1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
আশুলিয়ায় ডিবি পরিচয়ে ব্যবসায়িকে তুলে নেয়ার চেষ্টা, যুবক আটক  কাঠালিয়ায় এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নিয়ামতপুরে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের আহ্বানে প্রীতি ফুটবল ম্যাচ গাজীপুরের ড্রিম ল্যান্ড গেস্ট হাউসে পুলিশের অভিযানে ১৪ জন আটক নিয়ামতপুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত আশুলিয়ায় ৬ দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ  বরগুনায় বিএনপি নেতার বিরুদ্ধে বৈশাখী উৎসবে চাঁদাবাজির অভিযোগ মির্জাপুরে মানববন্ধন শেষে বাড়িতে গিয়ে হামলা ও অগ্নিসংযোগ: গ্রেপ্তার ৩ আশুলিয়ায় থাই অ্যালকোম্যাক্স পিএলসি কারখানায় অগ্নিকাণ্ড  টাঙ্গাইলে নিখোঁজের ৩ দিন পর সেপটিক ট্যাংকে মিলল ছাত্রের মরদেহ

টাঙ্গাইলের মির্জাপুরে বংখুরী এলাকায় পাহাড়ের গাছ কেটে বসতবাড়ি নির্মাণ

খান শাকিল, টাঙ্গাইল:
  • প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৫০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে বংখুরী এলাকায় রাতের আধারে তৈরি হচ্ছে ঘর। দখল করা হচ্ছে বনবিভাগের জমি। কাটা হচ্ছে বনের গাছপালা।

পাহাড় পৃথিবীর অন্যতম রক্ষাকবচ। পাহাড়কে বলা হয় পৃথিবীর পেরেক। পেরেক মেরে যেমন কিছু আটকে রাখা যায় তেমনি পাহাড়ও পৃথিবীর উপরিস্থলের প্লেটগুলোকে আঁকড়ে ধরে রাখে। মাটির ওপরে পাহাড়ের দৃশ্যমান অংশ ছাড়া মাটির নিচে রয়েছে বিস্তৃত আরেক অংশ অনেকটা ফ্রাস্টাম অব কোনোর মতো। এই অংশ পাহাড়ের স্থায়িত্ব ও ভূপৃষ্ঠের ভারসাম্য বজায়ে বিরাট ভূমিকা রাখে। এমনকি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় রেখে চলে বিশেষ ভূমিকা।

পাহাড়কে কেটে ফেললে বা পাহাড় উপরিস্থিত বৃক্ষের বিনাশ পাহাড়ের রক্ষাকবচের ভূমিকাকে অকেজ করে দেয়। একসময় পাহাড় নিজেই দুর্বল হয়ে ধসে পড়ে। নদনদী, গাছপালার মতোই পাহাড় পরিবেশ-প্রতিবেশের এক বিশেষ অনুষঙ্গ যার বিনাশ পৃথিবীকে নানা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ঠেলে দেয়। বর্ষা ও শীত মৌসুম এলেই দেশে পাহাড় কাটার ধুম পড়ে যায়। এক শ্রেণির প্রভাবশালী মহল প্রতিনিয়ত পাহাড় কেটে চলেছে ।

সব আইন-কানুন উপেক্ষা করে। অদৃশ্য কোন এক শক্তির বলে। পাহাড় কেটে কখনও মাটি লুট করা হচ্ছে। পাহাড় কেটে ভূমি সমতল করে কাটা পাহাড়ের গায়ে গড়ে তোলা হচ্ছে অবৈধ বাড়িঘর।পাহাড়ের বন উজাড় ও পাহাড় কাটার ফলে জীববৈচিত্র্য হচ্ছে হুমকির সম্মুখীন, বন্যপ্রাণী হারাচ্ছে আবাসস্থল। প্রকৃতি হয়ে পড়ছে ভারসাম্যহীন।
দেশের বিভিন্ন স্থানে অবস্থিত পাহাড়ের মালিকানা ভূমি মন্ত্রণালয়ের। বন ও পরিবেশ মন্ত্রণালয় বনজ সম্পদ রক্ষার দায়িত্বে নিয়োজিত।

পাহাড় কাটা, পাহাড় কেটে অবৈধ বাড়িঘর নির্মাণ পরিবেশ সংরক্ষণ বিধি ১৯৯৫-এর ১৫ ধারার সুস্পষ্ট লঙ্ঘন এবং এর জন্য রয়েছে শাস্তির বিধান। তবে পাহাড় খেকোদের বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো শাস্তিমূলক ব্যবস্থা। তাই পাহাড় কাটা, বসতি স্থাপনও থেমে নেই। বাজাইল বিটের আওতাধীন বংখুরী পর্ব ও দক্ষিণ এলাকায় মোটঃ ১৮টি ঘর নির্মাণ হয়েছে বলে জানা যায়। তবে সরজমিনে গিয়ে দেখা যায় যে, এটি বংখুরী এলাকার কিছু সিন্ডিকেট ব্যক্তির কাছ থেকে পারমিশন নিয়ে ঘর তৈরি করছে। এই সিন্ডিকেটটি রাতের আঁধারে বনের গজারি গাছ কেটে বিক্রি করে অর্থ উপার্জন করে বলে জানা যায়।

বিট অফিসার মোঃ ছিদ্দিকুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন যে, বুংখুরী এলাকার ৮ জনের নামে মামলা হয়েছে, মামলা নাম্বার ২/ বাজা ২১/হ অব ২০২৪-২০২৫/ ৩/ বাজা ২২/হ অব ২০২৪-২০২৫

বিভিন্ন সূত্র থেকে জানা যায় এদের নামে মামলা হয়েছে সকলের সাং বংখুরী: সমেজ উদ্দিন, পিতা: মূত আফজাল মিয়া। হান্নান সিকদার, পিতা: মূত মোহাম্মদ আলী। জলিল সিকদার, পিতা: মূত নায়েব আলী। শিপন মিয়া, পিতা: হাসিম সিকদার। সাইফুল সিকদার, পিতা: রমজান আলি সিকদার। মুকসেদ মিয়া, পিতা: মূত জংশের মিয়া। রহিম মিয়া, পিতা: বাদশা মিয়া সর্ব সাং: বংখুরী

এলাকাবাসীর সাথে এই বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের সঙ্গে তারা খারাপ আচরন করে, এর মধ্যেই রহিম মিয়া নামের একজন ব্যক্তি বলেন আমরা বাংলাদেশের নাগরিক এদেশে এখন কোন সরকার নেই। এই সুযোগে বনভূমির জমির মালিক আমরা হবো । আমাদের বাধা দেওয়ার কেউ নেই।

তবে বিভিন্ন গোপন সুত্র থেকে জানা যায় যে, এলাকার কিছু অসাধু দালাল পেশি শক্তি ব্যাবহার করে, তারা ঘর নির্মাণ করে এবং বনের গজারি গাছ কেটে রাতের আঁধারে বিক্রি করে অর্থ উপার্জন করে থাকে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট