ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিস কর্তৃক আয়োজিত ভিক্ষুক কর্মসংস্থান ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় পুনর্বাসনের লক্ষ্যে আজ বুধবার ৬ জন ভিক্ষুকের মাঝে ছয়টি ভ্যান প্রদান করেন।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রাফিউল ইসলাম। আরো উপস্থিত ছিলেন উপজেলা ইউনিয়ন সমাজসেবা কর্মী হাফিজুর রহমান, সাইদুর রহমান, শেখ ফরিদ ও অফিস সহকারী দুলাল চন্দ্র।
উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রাফিউল ইসলাম হরিপুর উপজেলার সকল ভিক্ষুকদেরকে সমাজসেবা অফিসে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন ।
তিনি চেষ্টা করবেন সকল ভিক্ষুকদেরকে কর্মসংস্থান করে দেওয়ার জন্য। তারা যেন আর ভিক্ষাবৃত্তি না করে কর্ম করে খায়।