মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেন যে, জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত ব্যক্তিরা যেসব দাবিতে বিক্ষোভ করেছেন তা যৌক্তিক। তাদের দাবি পূরণে সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা বলেন ।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এই সময় আরো বলেন যে, আহতদের চিকিৎসা যথযথভাবে না হওয়ার ব্যাপারে সরকারের কিছু ভুল ত্রুটি ছিল। তাই তারা সরকারের কাছে দাবি নিয়ে এসেছেন। বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতায় আহতদের অনেকেই এখনো ক্ষতিপূরণ পাননি।
তিনি আরো বলেন যে, হাত-পায়ে ব্যান্ডেজ নিয়ে তারা রাস্তায় নেমেছেন, এটা দেখে আমরা থাকতে পারিনি। এজন্য কয়েকজন উপদেষ্টা রাতেই সেখানে গিয়েছিলাম। তারা শুধু চিকিৎসা চাচ্ছেন এমন নয়, অনেকেই আছেন যিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। অনেকে আছেন চিকিৎসার জন্য ঋণ নিয়েছিলেন। তারা সেই টাকা কোথায় পাবেন? আমরা মনে করি এটি খুব যৌক্তিক একটা দাবি।
দেশবাসীর কাছে আহতদের সুস্থতার জন্য দোয়া চেয়ে তিনি বলেন যে, তাদের প্রতি আমাদের ঋণ অনেক বেশি। কাজেই তাদের প্রতি কোনো গাফেলতি হতে দেওয়া যাবে না। উপদেষ্টাদের সাথে আজকের নির্ধারিত বৈঠকে তাদের বিষয়টি সমাধান হবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা।
এর আগে মতবিনিময় সভায় উপদেষ্টা ফরিদা আখতার বলেন যে, গরুর মাংসের দাম এখনও নাগালের বাইরে। অনেকেই বলছেন মাংস আমদানি করে করে সুলভ মূল্যে বিক্রির কথা। আমার প্রশ্ন, আমদানি করতে হবে কেন? মাংস, ডিম ও দুধ উৎপাদনে কেন স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা যাবে না?
উল্লেখ্য আরো বলেন যে, দেশের মানুষ আগে ইলিশ খাবে তার পর হবে রপ্তানী। বিদেশ থেকে ডিম আমদানী এখনো শুরু হয়নি। ডিম আমদানী শুরু হলে দেশের প্রান্তিক খামারীরা ক্ষতিগ্রস্ত হতে পারে।
কার্বন নিঃসরণ কীভাবে কমিয়ে আনা যায় সে বিষয়ে গবেষকদের আন্তরিকভাবে কাজ করার পরামর্শ দেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা।
অনুষ্ঠানে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শাহীনা ফেরদৌসী, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) মহাপরিচালক ড. শাকিলা ফারুকসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।