1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
টাঙ্গাইলের ঘাটাইলে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার টাঙ্গাইলে দুর্ণীতি প্রমানের পরও বহাল হলেন পৌরসভার প্রকৌশলী পঞ্চগড়ে ‘ডে কেয়ার সেন্টার’ এর উদ্বোধন কাশিমপুরের ভূমি অফিস যেন ঘুস-দুর্নীতির আখড়ায় পরিণত আগামী ২৯ এপ্রিলের মধ্যে যাদের সৌদি ছাড়ার নির্দেশ মনপুরায় বজ্রপাতে  আট গরুর মৃত্যু সন্তানসহ অর্ধকোটি টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী নিয়ামতপুরে ভাবিচা ইউনিয়ন বিএনপির আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষের আশঙ্কায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ঢাকায় চোর চক্রের ৩ সদস্যকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে সাভার থানা পুলিশ

স্বাধীনতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে- ডাঃ জাহিদ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৩০ বার পড়া হয়েছে

দেশের মধ্যে আওয়ামীলীগ ফ্যাসিবাদ জাতীয় শত্রু। দেশের স্বাধীনতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল কে গণমানুষের সার্বিক কল্যাণে কাজ করতে হবে। বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলার জমিনে দেশের অর্থ- সম্পদ লূন্টনকারী আওয়ামীলীগকে আর কখনও ঠাই দেওয়া হবে না।

এদেরকে প্রতিহত করার আহ্বান জানিয়ে শনিবার (২১ ডিসেম্বর) বিকালে বিরামপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিরামপুর পাইলট হাইস্কুল মাঠে দুস্থ শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ কালে প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন উপরোক্ত আলোচনা করেন।

পাইলট হাইস্কুল মাঠে পৌর বিএনপি’র সভাপতি হুমায়ূন কবিরের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু’র সঞ্চালনায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,দিনাজপুর জেলা বিএনপির সদস্য ও নবাবগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মকবুলার রহমান গোর্কি, দিনাজপুর জেলা বিএনপির অন্যতম সদস্য তোছাদ্দেক হোসেন তোছা,উপজেলা বিএনপি সভাপতি মিজ্ঞা শফিকুল ইসলাম মামুন প্রমুখ।

এসময় বিরামপুর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জোবয়াদুর রহমান জুয়েল,উপজেলা যুবদলের সদস্য সচিব এ‍্যাড. মিঞা শিরন আলম, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক, পৌর যুবদলের আহ্বায়ক জীবন চৌধুরী শাহীন, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী পলাশ সহ বিরামপুর উপজেলা বিএনপি, পৌর,ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগি সংগঠনের অনেক নেতা-কর্মীবৃন্দ’র পাশাপাশি স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ডাঃ এ জেড এম জাহিদ হোসেন আরো বলেন,ভোট চোর আওয়ামীলীগের প্রধান ফ্যাসিস্ট শেখ হাসিনা জনগণের ভোটে বিশ্বাস করে না। সে জন্য ২০০৬ইং সালের ২৮শে অক্টোবর লগি বৈঠার তাণ্ডব চালিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেয়। ২০১৪ইং সালে বিনা ভোটে, ২০১৮ সালে নিশী রাতের ভোটে এবং ২০২৪ইং সালে ডামি ভোটে অবৈধভাবে ক্ষমতায় ছিলেন ।

তিনি সকল শহীদের জন্য রুহের মাগফিরাত এবং দ্বিতীয় স্বাধীনতার পর ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়াতে দেশবাসী তথা বিরামপুরসহ দিনাজপুর-৬ আসনের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান।অপরদিকে পাইলট হাইস্কুল মাঠে শীতবস্ত্র বিতরণ শেষে বিরামপুর উপজেলা পলিপ্রায়গ ইউনিয়নের টাটকপুর মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপি সভাপতি মিজ্ঞা শফিকুল ইসলাম মামুনের সভাপতিত্বে ও বিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল’র সঞ্চালনায় ছিন্নমূল,অসহায়, হতদরিদ্র ও দুস্থদের মাঝে প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট