পঞ্চগড় সদর উপজেলায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় আদিবা জান্নাত (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকালে পঞ্চগড় সদরে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের হালুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত শিশু আদিবা একই এলাকার আনোয়ারুজ্জামানের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজের বাড়ির উঠানে ট্রাক্টরের সাহায্যে মাটি ভরাটের কাজ করছিলেন আদিবার বাবা আনোয়ারুজ্জামান। এ সময় তার চার বছরের মেয়ে আদিবা তার কোলেই ছিলেন। এক পর্যায়ে মাটি নিয়ে একটি ট্রাক্টর তাদের বাড়ি উঠানে এলে আদিবাকে কোল থেকে নামিয়ে মাটি ভরাটের জায়গা দেখিয়ে দিতে যান আনোয়ারুজ্জামান।
এ সময় ট্রাক্টরটি পেছাতে শুরু করলে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আদিবার মৃত্যু হয়। পরে খবর পেয়ে সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু তাহের ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল করেন। ঘটনার পরপরই ট্রাক্টরটি স্থানীয়রা আটক করে এবং পরে ছেড়ে দেওয়া হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, “নিহত আদিবার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।„