'এসো দেশ বদলাই , পৃথিবী বদলাই', এ শ্লোগানে পঞ্চগড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো তারুণ্যের উৎসব ২০২৫।
শুক্রবার (৩ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা ষ্টেডিয়ামে বেলুন উড়িয়ে এ উৎসবের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী।
এসময় পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, বাংলাদেশ সেনাবাহিনীর পঞ্চগড় সিও ইউসুফ চৌধুরী , মাদকদ্রব্য অধিদপ্তরের বিভাগীয় অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন, বৈষম্য বিরোধী আন্দোলন পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা তরুন সমাজকে মাদক ছেড়ে খেলাধুলায় অংশ নেবার আহ্বান জানান।
উদ্বোধন শেষে জেলার বিভিন্ন দলের অংশগ্রহণে মাদক বিরোধী জনসচেতনতামূলক প্রিতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এর আগে উৎসবের উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি র্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা স্টেডিয়ামে এসে শেষ হয়।
প্রীতি ফুটবল ম্যাচে (পুরুষ দল )পঞ্চগড়ের টুকু ফুটবল একাডেমি ও পঞ্চগড়ের বাবু ফুটবল একাডেমি ।
এবং টুকু ফুটবল একাডেমির নারী দল ও আটোয়ারী উপজেলা নারী ফুটবল দল প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয়।
আজ থেকে শুরু হয়ে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন নানা আয়োজনের মধ্য দিয়ে চলবে এ উৎসব।