পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে শীত আনন্দ উৎসবের পঞ্চম ও শেষ পর্ব। শনিবার(৪জানুয়ারি) বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে উৎসবের ৫ দফার শেষ পর্বে ৬টি প্রাথমিক বিদ্যালয়ের ৯৯১ জন শিশুদের মাঝে শীতবস্ত্র, স্কুলব্যাগ, শিক্ষা উপকরন উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে।
উৎসবে প্রধান অথিত হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, অনুষ্ঠান শেষে শিশুদের হাতে উপহার তুলে দেন। রওশন আরা মেমোরিয়াল শিশুস্বর্গ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দসহ আরো উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, সহকারি কমিশনার (ভূমি) এসএম ফুয়াদ, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন, আব্দুস সামাদ তারা, দিলরেজা ফেরদৌস চিন্ময় প্রমুখ।
শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে ও এভারেষ্ট ফার্মাসিউটিক্যালস এর সহযোগিতায় এবছর ৫ দফায় জেলার প্রাথমিক স্কুলের মোট ৭ হাজার শিশুদের হাতে শীতের পোষাক, স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে।