ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ১নং চেচরীরামপুর ইউনিয়নের এম.এল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমির কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। দূর দুরন্ত থেকে ১৬ টি টিম নিয়ে আমির কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।
আমির কাপ ক্রিকেট
টুর্নামেন্টের মেগা ফাইনাল গত শুক্রবার ১০ই জানুয়ারী চেঁচিরীরামপুর এম এল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ।উক্ত টুর্নামেন্টের মেগা ফাইনালে ধাওয়া সিক্সের কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শাপলা ক্রিয়া চক্র কচুয়া। স্থানীয় দর্শকরা জানিয়েছেন।
১ নং চেঁচিরীরামপু ইউনিয়নের ইতিহাসে এত বড় টুর্নামেন্ট কখনো দেখিনি তারা খুবই আনন্দিত এরকম একটা টুর্নামেন্ট দেখে। টুর্নামেন্টের সভাপতি আমির হোসেন সুমন জানিয়েছেন, ভবিষ্যতে আরো বড় টুর্নামেন্ট আয়োজন করা হবে এবং তিনি আরো আশ্বাস দিয়ে বলেন, যদি আপনাদের সকলের সহযোগিতা পাই তাহলে তরুণ উদীয়মান খেলোয়াড়দের জন্য একটি স্পোর্টিং ক্লাবের ব্যবস্থা করে দিব ক্রীড়া প্রেমিক তরুণ ছেলেদের পাশে তিনি সবসময় আছেন এমনটা জানিয়েছেন ।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলিমুল ইসলাম আলিম মুন্সি সাংগঠনিক সম্পাদক কাঠালিয়া উপজেলা বিএনপি। আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।