1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
আশুলিয়ায় ডিবি পরিচয়ে ব্যবসায়িকে তুলে নেয়ার চেষ্টা, যুবক আটক  কাঠালিয়ায় এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নিয়ামতপুরে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের আহ্বানে প্রীতি ফুটবল ম্যাচ গাজীপুরের ড্রিম ল্যান্ড গেস্ট হাউসে পুলিশের অভিযানে ১৪ জন আটক নিয়ামতপুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত আশুলিয়ায় ৬ দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ  বরগুনায় বিএনপি নেতার বিরুদ্ধে বৈশাখী উৎসবে চাঁদাবাজির অভিযোগ মির্জাপুরে মানববন্ধন শেষে বাড়িতে গিয়ে হামলা ও অগ্নিসংযোগ: গ্রেপ্তার ৩ আশুলিয়ায় থাই অ্যালকোম্যাক্স পিএলসি কারখানায় অগ্নিকাণ্ড  টাঙ্গাইলে নিখোঁজের ৩ দিন পর সেপটিক ট্যাংকে মিলল ছাত্রের মরদেহ

বন কর্মকর্তা ছত্রছায়ায় দরপত্র ছাড়া সরকারি গাছ কর্তন

বাকেরগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে
ঠিকাদার: আবু সুফিয়ান

কর্মস্থলে দায়িত্ব ফিরে পাওয়ার পরই আবারো অনিয়ম দুর্নীতিতে মেতে উঠেছে বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব। সম্প্রতি তার নির্দেশে পুরাতন দরপত্র দিয়ে এক ঠিকাদার কেটে নিয়েছে রাস্তার পাশের লাখ লাখ টাকা মূল্যের সরকারি গাছ। ঘটনাটি ঘটেছে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের কানকি কৃষ্ণকাঠি গ্রামে। জানতে চাইলে আবু সুফিয়ান সাকিব বলেন, তিনি গত ছয় মাসে বাকেরগঞ্জে যাননি।

বিষয়টি সম্পর্কে বাকেরগঞ্জ উপজেলা বন কর্মকর্তা অবগত রয়েছে কিনা? তাছাড়া প্রেক্ষাপট গুরুতর হলে আমি নিজেই সরেজমিন পরিদর্শন করবো। আর ঠিকাদার জয় কে আমি চিনি না। সেখানে ঠিকাদারের সাথে ম্যানেজ হবার প্রশ্নই উঠে না।

বাকেরগঞ্জ উপজেলা বন কর্মকর্তা মনীন্দ্র নাথ হালদার বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ নেয়া হয়েছে। ঝড়ে পড়ে যাওয়া ৩/৪টি গাছ ঠিকাদারের ছিল। কিন্তু সেই গাছ কাটার সময় ঠিকাদারের লোকজন দরপত্র ছাড়াও রাস্তার পাশের অন্য গাছ কেটে ফেলেছে। স্থানীয় এক সভাপতির নির্দেশে নাকি ওই গাছগুলো কর্তন করা হয়েছে। কেটে ফেলা গাছ বন বিভাগের আওতায় রাখা হয়েছে। সেগুলো পরবর্তীতে হয়তো দরপত্রের মাধ্যমে কাউকে দেয়া হতে পারে।

ঠিকাদার জয় বলেন, সাবেক এমপির ভাইয়ের ছেলে অপুর খালু শাহাদাত হলেন ওই এলাকার একটি কমিটির সভাপতি। তার নির্দেশে শ্রমিকরা রাস্তার পাশের গাছ কেটে ফেলেছে। পরবর্তীতে সে গাছ বন বিভাগ তাদের জিম্মায় নিয়ে গেছে।

স্থানীয় বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব অনিয়ম দুর্নীতির অভিযোগ তার কর্মরত অফিসে ওএসডি হয়েছিল। পরে রহস্যজনকভাবে তাকে দেয়া হয় তিন দায়িত্ব। গত বছর জুন মাসে ভরপাশা ইউনিয়নের সিএন্ডবি মুনির হাওলাদারের বাড়ি থেকে আকন বাড়ি পর্যন্ত স্থানীয় ফরিদ মিয়ার জিম্মায় থাকা ১৫ টুকরা গাছ। ভরপাশা বটতলা চর লক্ষিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শাহজাহান এর বাড়ি পর্যন্ত। স্থানীয় মোঃ মাইনুল ইসলামের জিম্মায় থাকা ৭১ টুকরা গাছ সহ ঝড়ে ভেঙ্গে যাওয়া কয়েকটি সরকারী গাছ দরপত্রের নিয়মানুযায়ী ঠিকাদার জয় কাজটি পায়।

প্রথম দফায় নিয়ম মেনে ওই দুই জনের জিম্মায় থাকা গাছের টুকরোগুলো নিয়ে যান। এক বছর পর বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব এর যোগসাজসে পুরাতন দরপত্রের কাগজপত্র নিয়ে রাস্তার পাশের একাধিক শিশু গাছ কেটে নিয়ে যায় ঠিকাদার জয়। স্থানীয়ভাবে বিষয়টি সমালোচনায় আসলে কয়েকটি গাছ নাটকীয়ভাবে উপজেলা বন বিভাগের জিম্মায় দেয়া হয়।

সূত্রটি নিশ্চিত করে বলেন, ঠিকাদার জয় বন কর্মকর্তাদের ম্যানেজ করে সরকারী গাছ কর্তন করেছে। উপায়ন্ত না পেয়ে বাকেরগঞ্জের সাবেক এমপি মো. আবুল হোসেন খান এর ভাইয়ের ছেলে যুবদলের আহবায়ক ত্রাস অপু কে সামনে রেখে সরকারী গাছ কর্তনের বিষয়টি ধামাচাপা দেয়ার মিশন চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট