টাঙ্গাইল মির্জাপুরের মেয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় পঞ্চম হয়েছেন সুমাইয়া জাহান । সরকারি বেসরকারি মেডিকেল কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ফলাফল প্রকাশিত হয়েছে । এই ভর্তি পরীক্ষায় আবেদন করেছিল এক লক্ষ ৩৫ হাজার ২৬১ জন শিক্ষার্থী । সরকারি মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৫৩৭২ জন ।
জানা যায়,রবিবার (১৯ জানুয়ারি) বিকেল ৪ ঘটিকার এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয় । এতে মেধা তালিকায় পঞ্চম স্থান অধিকার করেন ব্যবসায়ী মোঃ শাহজাহান সিরাজের মেয়ে সুমাইয়া জাহান ,মাতা জেসমিন আক্তার (সিএইচসিপি )। সুমাইয়া জাহান মির্জাপুর উপজেলার বালিয়াজান গ্রামের মেয়ে। বর্তমান ঠিকানা মির্জাপুর বাইমহাটি আদালত পাড়া । সুমাইয়া জাহান সমাপনী পরীক্ষায় বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ ও ট্যালেন্টপুলে বৃত্তি পান । এছাড়া তিনি মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ ও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে মির্জাপুর উপজেলায় প্রথম স্থান অধিকার করেন । হলিক্রস কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন । সুমাইয়া জাহানের এরকম ভাল ফলাফলের জন্য আত্মীয়-স্বজন এলাকাবাসী অনেক আনন্দিত ।
সুমাইয়া জাহান বলেন,আমার উদ্দেশ্য হল একজন আদর্শ মানবিক ডাক্তার হওয়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। দেশের জন্য এলাকাবাসীর জন্য ভালো কিছু করা।