টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোহাইলবাড়ী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ে ৫৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে এই বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু হয়ে বিকেল ৩টায় শেষ হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মির্জাপুর উপজেলার নির্বাহী অফিসার এ.বি.এম. আরিফুল ইসলাম। সভাপতির দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফিরোজ আল মামুন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে দৌড়, লং জাম্প, উচ্চ লাফ, বল নিক্ষেপসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাটক পরিবেশন করে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এই আনন্দঘন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক বলেন, শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা প্রতিবছর এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ করে দিচ্ছি।
অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা সমন্বিতভাবে কাজ করেছেন। পুরো আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকদের বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।