1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
আশুলিয়ায় ডিবি পরিচয়ে ব্যবসায়িকে তুলে নেয়ার চেষ্টা, যুবক আটক  কাঠালিয়ায় এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নিয়ামতপুরে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের আহ্বানে প্রীতি ফুটবল ম্যাচ গাজীপুরের ড্রিম ল্যান্ড গেস্ট হাউসে পুলিশের অভিযানে ১৪ জন আটক নিয়ামতপুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত আশুলিয়ায় ৬ দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ  বরগুনায় বিএনপি নেতার বিরুদ্ধে বৈশাখী উৎসবে চাঁদাবাজির অভিযোগ মির্জাপুরে মানববন্ধন শেষে বাড়িতে গিয়ে হামলা ও অগ্নিসংযোগ: গ্রেপ্তার ৩ আশুলিয়ায় থাই অ্যালকোম্যাক্স পিএলসি কারখানায় অগ্নিকাণ্ড  টাঙ্গাইলে নিখোঁজের ৩ দিন পর সেপটিক ট্যাংকে মিলল ছাত্রের মরদেহ

গাজীপুরের ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১.৫ কেজি গাজা সহ ৪জন গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি:
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

গাজীপুর কাশিমপুর থানাধীন জিরানী বাজার এলাকায়। গতকাল ৩১শে জানুয়ারি আনুমানিক রাত ১১ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১.৫ কেজি গাজা, ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সম্রাজ্ঞী সুমি আক্তার সহ চার জন মাদক কারবারি কে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশের একটি দল।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, জিরানী বাজার এলাকায় সাথী গার্মেন্টস এর দক্ষিন পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন কাঁচা বাজারের সামনে ফাঁকা জায়গায় মাদকদ্রব্য বিক্রয় করার সময় পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো, মোসাঃ সুমি আক্তার(২৬), স্বামী-মোঃ গোলাপ হোসেন, সাং-ঢালিবাড়ী নামাপাড়া (আমজাদের বাড়ীর ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, ঢাকা, (ভাসমান),মোসাঃনাজমাবেগম(৫০),স্বামী-মোঃ মোস্তফা, সাং-একবারপুর, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর, এ/পি সাং-মুসলিমপাড়া মুসলিমটেক (ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, (ভাসমান), মোসাঃ সেতারা বেগম(৩৫), স্বামী-মোঃ আব্দুল হালিম, সাং-একবারপুর, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর, এ/পি সাং-মুসলিমপাড়া সাথি ফ্যাশন সংলগ্ন, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, (ভাসমান), মোসাঃ মরিয়ম বেগম(২৮), স্বামী-মোঃ শফিজল হক শফিক, সাং-বিষ্ণুপুর, থানা-সাদ্যুল্লাপুর, জেলা-গাইবান্ধা, এ/পি সাং-মুসলিমপাড়া সর্বটেক, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, (ভাসমান)।

১.৫ কেজি গাজা, ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রিত ২৭৮৩০/- টাকা এবং ৪ টি মোবাইল ফোন সহ তাদের গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে তাহাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে কাশিমপুর থানা মামলা নং ১- তারিখ ১/২৫। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ, মোঃ সাইফুল ইসলাম।

এলাকাবাসী সূত্রে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা বলেন যে, উল্লেখিত এলাকাটির আশপাশে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে ছোট ছোট আস্তানা গেড়ে মাদক ক্রয় বিক্রয়ের বিশাল নেটওয়ার্ক চালু করায় বর্তমানে মাদক আচ্ছন্ন হয়ে পড়েছে পুরো এলাকা, এর সাথে জড়িত একশ্রেণীর বড় বড় রাঘব বোয়ালরা ধরাছোঁয়ার বাইরে থেকে সর্বক্ষেত্রে প্রাধান্য বিস্তার করে পৃষ্ঠপোষকতা জুগিয়ে যাচ্ছে। এ থেকে পরিত্রাণের লক্ষ্যে সুশীল সমাজ সংশ্লিষ্ট প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট