নওগাঁর আত্রাইয়ে ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হযে়ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আযে়াজনে ১ফেব্রুয়ারীতে শুরু হওয়া ৪ফেব্রুয়ারী সমাপনী দিনে আহসানউল্লাহ মেমোরিয়াল সরকারী স্কুল মাঠে আয়োজিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন।
এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো. আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার। এছাড়াও প্রতিযোগিতা সংশ্লিষ্ট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক, ক্রীড়া শিক্ষকসহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
দলীয় খেলায় ক্রিকেট ও ভলিবল আহসানউল্লাহ মেমোরিয়াল সরকারী স্কুল চ্যাম্পিয়ন, এছাড়াও দৌড়, লাফ বিভিন্ন ইভেন্ট শেষে পুরস্কার বিতরণ করা হয়।