পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের ফতেপুর গ্রামের চিহ্নিত ভূমিদস্যু নুরজাহান বেগমের কর্তৃক জমি দখল ও হয়রানী মূলক মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১ টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী পরিবার অংশগ্রহণ ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় নাসির ফকির সভাপতিত্বে বক্তব্য রাখেন আবুল কাসেম সরদার,মোসা: সাবিনা, সালমা, কাওছার ফকির। বক্তারা বলেন, এই মামলাবাজ ভূমিদস্যু নুরজাহান আমাদের রেকর্ডিংয়ের জমি দখল করে ঘর নির্মাণ ও একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। আমরা গ্রামবাসী নুরজাহান বেগমের নির্যাতনের হাত থেকে মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাই। তা না হলে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।