1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০১:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
আশুলিয়ায় ডিবি পরিচয়ে ব্যবসায়িকে তুলে নেয়ার চেষ্টা, যুবক আটক  কাঠালিয়ায় এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নিয়ামতপুরে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের আহ্বানে প্রীতি ফুটবল ম্যাচ গাজীপুরের ড্রিম ল্যান্ড গেস্ট হাউসে পুলিশের অভিযানে ১৪ জন আটক নিয়ামতপুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত আশুলিয়ায় ৬ দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ  বরগুনায় বিএনপি নেতার বিরুদ্ধে বৈশাখী উৎসবে চাঁদাবাজির অভিযোগ মির্জাপুরে মানববন্ধন শেষে বাড়িতে গিয়ে হামলা ও অগ্নিসংযোগ: গ্রেপ্তার ৩ আশুলিয়ায় থাই অ্যালকোম্যাক্স পিএলসি কারখানায় অগ্নিকাণ্ড  টাঙ্গাইলে নিখোঁজের ৩ দিন পর সেপটিক ট্যাংকে মিলল ছাত্রের মরদেহ

আত্রাইয়ে মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ এখন দুর্গন্ধযুক্ত ময়লার স্তুপ

আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের ভবানীপুর বাজার এলাকায় এক সময়ের কোলাহলে মুখরিত মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ এখন অযত্ন অবহেলা ও অর্থাভাবে ময়লার স্তূপে পরিনত হয়েছে ।

খাস জমিতে প্রায় ২যুগের অধিক সময় আগে গড়ে তোলা হয় মুক্তি যোদ্ধা সংসদ নামে এই ভবনটি। অর্থাভাবে অযত্নে অবহেলায় পূর্ণ নির্মান হয়নি আজও ।

বুধবার সরেজমিনে ঘুরে জানাগেছে উপজেলার শাহাগোলা ইউনিয়নের ভবানী পুর বাজার এলাকায় স্বাধীনতার পরবর্তী সময়ে স্থানীয় প্রায় ৬৪ জন মুক্তি যোদ্ধাদের অর্থায়নে ১৯৯৫ সালের মাঝামাঝি সময়ে টিনের দু চালা ও চাটায় দিয়ে ঘেরা এককক্ষ বিশিষ্ট ঘর নির্মাণ করেন,নাম করণ করেন, মুক্তি যোদ্ধা সংসদ।

পরবর্তীতে দল আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ইউনিয়ন আওয়ামী লীগ তাদের দলীয় কার্যালয় তৈরি করতে, মুক্তি যোদ্ধা সংসদ এর স্থান পরিবর্তন করে এবং নতুন যায়গা নির্ধারণ করে।

পরবর্তী সময়ে ইট দিয়ে পাকা নতুন ভবন নির্মাণের পরিকল্পনা করেন ইউনিয়নের স্থানীয় মুক্তি যোদ্ধারা।
তৎকালীন সময়ে বিভিন্ন জন সহযোগিতার আশ্বাস প্রশ্বাস দিলেও বাস্তবে মেলেনি বলে জানিয়েছেন।

তাদের নিজস্ব অর্থায়নে ২০০৮ সালে শুরু করে নতুন ভবন নির্মাণ কাজ।কিন্তু অর্থাভবে প্রয়োজনীয় সংস্কার না করতে পারায় দুঃখ প্রকাশ করেন মুক্তিযোদ্ধা হাবিল তিনি বলেন উর্ধতন কর্মকর্তা গন চাইলে ভবনটি নির্মাণ সম্ভব।
দেখা গেছে মানুষ এই দীর্ঘদিন পরে থাকা নির্মাণাধীন ভবনটির গা ঘেঁষে যত্রতত্র মল-মুত্র ত্যাগ করছে। পাশদিয়ে গড়ে উঠা চায়ের দোকানের ময়লা পানি ও আবর্জনা গুলো প্রতিদিন এখানেই ফেলা হচ্ছে। ফলে এই ভবনটি বর্তমানে দুর্গন্ধযুক্ত ময়লার স্তূপে পরিনত হয়েছে।

এবিষয়ে মুক্তি যোদ্ধা আমজাদ হোসেন বলেন এটা আমাদের দূর্ভাগ্য, আমরা দীর্ঘ ১৭-১৮ বছরে বিভিন্ন সময় এমপি এবং উপজেলা চেয়ারম্যানের কাছে বিভিন্ন ভাবে সহযোগিতা চেয়েছি তারা আশ্বাস দিয়েছেন কিন্তু সহযোগিতা করেনি।

মুক্তি যোদ্ধা কমান্ডার দুদুশাহ্ কিছুটা সহোযোগিতা করেছিলেন। এসময় তিনি বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আমাদের শেষ ভরসা।
ইউনিয়নের প্রায় ২৪ জন মুক্তিযোদ্ধা জীবিত আছে। এ-সময় তিনি রণাঙ্গনের মুক্তিযুদ্ধের স্মৃতি ময় অনেক কথা বলেন।

এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামাল হোসেন বলেন তিনি স্থানটি পরিদর্শন করে এবং স্থানীয় মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সাথে তিনি সহায়তার আশ্বাস দিয়ে বলেন ভবনটি নির্মাণ সম্ভব হলে সেটি হবে অবশ্যই ভাল কাজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট