নওগাঁর মান্দায় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির উদ্যোগে ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার উপজেলার সাহাপুর ঢোলপুকুরিয়া এলাকা উচ্চবিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
বিভিন্ন ইভেন্টের খেলা শেষে বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া।
এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা সেখ শাহ আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফ, সাহাপুর ডিএ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ার স্বপন, বাশিস মান্দা শাখার আহ্বায়ক সদেরুল ইসলাম, কালিগ্রাম দোডাঙ্গী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, দক্ষিণ মৈনম উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুস সামাদ, মৈনম উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ, চককামদেব বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ মৃধা, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন, সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকরা উপস্থিত ছিলেন।