বরগুনার বামনায় ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হযে়ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আযে়াজনে ৪ফেব্রুয়ারী থেকে শুরু হয়ে ৬ফেব্রুয়ারী সমাপনী দিনে আয়োজিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ মাইনুল ইসলাম, বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নাসিমুল হক, বামনা সদর আর-রশীদ ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ মুহাম্মদ ইউনুস আলী, লতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওঃ মোঃ মাহবুবুর রহমান,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াদ হাসান, অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন বামনা সদর আর-রশীদ ফাযিল মাদরাসার প্রভাষক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসাইন।
এছাড়াও প্রতিযোগিতায় সংশ্লিষ্ট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক, ক্রীড়া শিক্ষকসহ ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন ইভেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।