মাদক, সন্ত্রাস, ইভটিং ও আত্মহত্যা মুক্ত এলাকা হিসেবে গড়তে একযোগে কাজ করতে হবে।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোশারফ হোসেন বলেছেন, এই উপজেলা কে মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও আত্মহত্যা মুক্ত এলাকা হিসেবে গড়তে সবাই মিলে একযোগে কাজ করতে হবে। বৃহস্পতিবার সকালে উপজেলার শতাধিক গ্রামপুলিশের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, গ্রাম পুলিশের প্রতিটি সদস্যকে নিজ নিজ এলাকার শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলতে হবে। সরকারের নির্দেশনার কথা তাদের জানাতে হবে। মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিষয়ে খোঁজ নিয়ে থানা পুলিশকে অবহিত করতে হবে। শুক্রবার জু’মার নামাজের পূর্বে স্থানীয় মসজিদের ইমাম সাহেবকে মাদক, সন্ত্রাস, ইভটিং ও আত্মহত্যার বিষয়ে বয়ান করে মুসুল্লিদের সচেতন করতে বলতে হবে।
ওসি বলেন, আমাদের মানুষ ইমাম সাহেবদের কথা মনযোগ দিয়ে শুনে থাকে ও পালন করে থাকে। ইসলামের দৃষ্টি মাদক সেবন ও আত্মহত্যা মহাপাপ এই কথাগুলোকে সকলকে জানাতে হবে।
গ্রাম পুলিশের প্রতিটি সদস্যের সহযোগিতায় মির্জাপুর উপজেলা কে মাদক, সন্ত্রাস, ইভটিং ও আত্মহত্যা মুক্ত এলাকা হিসেবে গড়তে কাজ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
এই সময় মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রেজাউল ও এএসআই রুবেল উপস্থিত ছিলেন। উপজেলার ১৪ ইউনিয়নের গ্রাম পুলিশের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।