1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন
সর্বশেষ:
আশুলিয়ায় ডিবি পরিচয়ে ব্যবসায়িকে তুলে নেয়ার চেষ্টা, যুবক আটক  কাঠালিয়ায় এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নিয়ামতপুরে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের আহ্বানে প্রীতি ফুটবল ম্যাচ গাজীপুরের ড্রিম ল্যান্ড গেস্ট হাউসে পুলিশের অভিযানে ১৪ জন আটক নিয়ামতপুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত আশুলিয়ায় ৬ দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ  বরগুনায় বিএনপি নেতার বিরুদ্ধে বৈশাখী উৎসবে চাঁদাবাজির অভিযোগ মির্জাপুরে মানববন্ধন শেষে বাড়িতে গিয়ে হামলা ও অগ্নিসংযোগ: গ্রেপ্তার ৩ আশুলিয়ায় থাই অ্যালকোম্যাক্স পিএলসি কারখানায় অগ্নিকাণ্ড  টাঙ্গাইলে নিখোঁজের ৩ দিন পর সেপটিক ট্যাংকে মিলল ছাত্রের মরদেহ

ভক্তের মানত পূরণের মধ্য দিয়ে সাধু আন্তনীর পর্ব অনুষ্ঠিত

কালীগঞ্জ(গাজীপুর)প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

গাজীপুরের কালীগঞ্জের নাগরী এলাকার পানজোরা গ্রামে অবস্থিত সাধু আন্তনীর তীর্থস্থানে আজও জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ তার মধ্যস্থতায় ঈশ্বরের অনুগ্রহ লাভের জন্য আসেন। অনেকে বিপদাপদে নিজেরা সাধু আন্তনির মধ্যস্থতা কামনা এবং প্রিয়জনদের তার শরণাপন্ন হতে পরামর্শ দেন। অনেকেই পালা গানের মাধ্যমে, নভেনা করে, তীর্থ করে, মানত করে সাধু আন্তনীর গুণগান করে থাকেন। সাধু আন্তনীর অসংখ্য ভক্তের ভক্তির শ্রোতধারা যেন আরও শক্তিশালী হয়ে উঠে এ কামনা তীর্থোৎসবে আগত সাধু আন্তনী ভক্ত তীর্থ যাত্রীদের।

পাদুয়ার সাধু আন্তনি ‘পৃথিবীর সাধু’ হিসেবে পরিচিত। সর্বজন প্রিয় এই সাধু আন্তনি ছিলেন ঐশী জ্ঞানের আঁধার, মঙ্গল সমাচারের সুদক্ষ প্রচারক, নিঃস্ব অসহায় মানুষের বন্ধু, পাপীর মন পরিবর্তন, রোগীদের সুস্থতাকারী বহুগুণে গুণান্বিত এক মহান সিদ্ধ পুরুষ।

জানা গেছে, ১৬৬৩ সাল থেকে কালীগঞ্জের পানজোরা গ্রামে খ্রিস্টান সম্প্রদায়ের পরম আরাধ্য ব্যক্তিত্ব সাধু আন্তনীর তীর্থ উৎসব পালন হয়ে আসছে। তীর্থ যাত্রীদের আগমনে মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে গানে গানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ। তারই ধারাবাহিকতায় শুক্রবার (৭ ফেব্রæয়ারি) অনুষ্ঠিত হয়েছে। আর এই তীর্থ উৎসবে এ বছর খ্রিস্টভক্ত হয়েছে প্রায় লক্ষাধিক।

৯ দিন নভেনা প্রার্থনার পর সকালে দু’টি পর্বের তীর্থোৎসবে আরতি আগমনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। তীর্থোৎসবের প্রথম ও দ্বিতীয় পর্বে খ্রিস্ট ধর্মাবলম্বী নর-নারী অংশ নেন। পরস্পর আরতি শুভেচ্ছা বিনিময়ের পর শুরু হয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাণী পাঠ ও উপদেশ।

পর্বে মানত পূরণ করতে আসা বাদল ব্যঞ্জামিন রোজারিও বলেন, খ্রিষ্টভক্ত সাধু আন্তনী আমাদের মনের গোপন ইচ্ছা পূর্ণ করে থাকেন। তার কাছে কিছু চাইলে কেউ খালি হাতে ফেরত যায় না। আমার স্ত্রীর সমস্যা ছিল। আমি মানত করেছিলাম এখন সে সুস্থ আছে। তাই মানতে পূর্ণ করতে এসেছি।

সাধু অন্তনীর অপর ভক্ত রড্রিক্স জানান, বছরের এই সময়টাকে কেন্দ্র করে দূর দূরান্তে থাকা আতœীয়স্বজনরা তাদের বাড়িতে বেড়াতে আসে। এতে করে তাদের মাঝে মিলন মেলার পরিবেশ তৈরী হয়। তাছাড়া ধর্মীয় ভাবগাম্ভীর্যের একটা ব্যপার তো রয়েছেই।

অপর দর্শনার্থী শ্রাবন্তী মেরিন কস্তা বলেন, যীশু খ্রীষ্ট যেমন আমাদের ধর্মীয় শিক্ষা দিয়েছেন তেমনি সাধু আন্তনীর মাধ্যমে আমরা সঠিক পথের নির্দেশনা পাই। তার দেখানো পথে এবং মতে চললে আমরা যিশুর সাক্ষাৎ লাভ করব। আমাদের মানত পূরণের জন্যও আমরা সাধু আন্তনীর কাছে প্রার্থনা করি।

খ্রিষ্ট যাগ পরিচালনাকারী আর্চ বিশপ বিজয় এন ডি ক্রুজ (ওএমআই) বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও দেশ-বিদেশ থেকে সাধু আনতনির ভক্তকুল এসেছেন তাদের করা মানত পূর্ণ করার জন্য। আমরা আমাদের ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে অর্চনা সম্পন্ন করি। এছাড়াও বিশেষ প্রার্থনার মাধ্যমে দেশবাসীর জন্য মঙ্গল প্রার্থনা করা হয়।

উল্লেখ্য সাধু আন্তনি ১১৯৫ খ্রিস্টাব্দে ইউরোপে জন্মগ্রহণ করেন। তার কর্মজীবন কাটে ইতালির পাদুয়ায়। মাত্র ৩৯ বছর বয়সে ক্ষণজন্মা এ মহাপুরুষ ইহলোক ত্যাগ করেন। তিনি ছিলেন অলৌকিক এক ক্ষমতার অধিকারী আধ্যাত্মিক পুরুষ। সাধুর অনুসারীরা বিশ্বাস করেন তার সঙ্গে শিশু যিশুর সাক্ষাৎ ঘটেছিল। এর মধ্য দিয়ে সাধু আন্তনি অলৌকিক ক্ষমতা অর্জন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট