কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা গণঅধিকার পরিষদ কর্তৃক আয়োজিত এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ ই ফেব্রুয়ারি) কিশোরগঞ্জে পাকুন্দিয়া উপজেলা গণঅধিকার পরিষদ কর্তৃক আয়োজিত গণসমাবেশটিতে সভাপতি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। গণসমাবেশটি অনুষ্ঠিত হয় পাকুন্দিয়া উপজেলার সদর ঈদগাহ মাঠ প্রাঙ্গনে।
পাকুন্দিয়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি শহিদুল ইসলাম শহীদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খান। এছাড়াও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র সিনিয়র যুগ্ন আহবায়ক ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, গণমাধ্যম সমন্বয়ক ও উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, বৈদেশিক বাণিজ্য বিষয়ক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন, সদস্য সচিব আকন্দ মোহাম্মদ উজ্জ্বল, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক নুর বলেন, এই দেশে যারাই ক্ষমতায় যায় কেউ ভারতের গোলামী করে, কেউ পাকিস্তানের গোলামী করে, কেউ যুক্তরাষ্ট্রের আবার কেউ চীনপন্থী হয়ে গোলামী করে। যারা এই গোলামী করে অভ্যস্ত তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, বাংলাদেশকে আর ঝুঁকিতে ফেলবেন না। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আর হুমকির মুখে ফেলবেন না।
তিনি ‘অপারেশন ডেভিল হান্ট’ কে স্বাগত জানিয়ে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই অভিযানকে আমি স্বাগত জানাই। দেশ থেকে আমি দুর্বৃত্তদের নিশ্চিহ্ন করতে সামরিক বাহিনী, পুলিশ, র্যাব এবং ছাত্র-জনতাকে যৌথভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।