চাঁপাইনবাবগঞ্জে পাখি মারতে ভুট্টা ক্ষেতে বিষ মাখানো কলা খেয়ে ২ শিশু হাসপাতালে চিকিৎকাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামে।
হাসপাতালে চিকিৎকাধীন দুই শিশু হলো একই ইউনিয়নের উমরপুর গ্রামের জুয়েলের ছেলে জুনাইদ হোসেন(৫) ও দাইপুখুরিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের ইজা খাতুন (৭) দুইজনই বাজিতপুর গ্রামের নানা মনিুরুল ইসলামের বাড়ি বেড়াতে এসেছিল। এলাকাবাসী সূত্রে জানা গেছে ওই গ্রামের কৃষক সবুর আলী গত বৃহস্পতিবার বিকালে তার ভুট্টা খেতে পাখি মারার জন্য পাকা কলায় বিষ মিশিয়ে জমিতে রাখে।
জুনাইদ ও ইজা খাতুন পরের দিন শুক্রবার সকাল আনুমানিক ১০টার দিকে তার নানির সাথে জমিতে যায়, জমিতে গিয়ে পাকা কলা দেখতে পেয়ে তুলে খায়। ওই দিনিই বেলা ১২টার দিকে দুইজনই অসুস্থ হয়ে পড়লে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে,অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন দায়িত্বরত চিকিৎসক।
অসুস্থ শিশুদের মামা কাউসার আলী বলেন আমার ভাগিনা জুনায়েদ মোটামুটি সুস্থ আছে এবং আমার ভাগ্নি ইজাকে শনিবার বিকাল চারটার দিকে আশঙ্কা জনক অবস্থা আইসি ইউ থেকে বের করে বেডে নেয়া হয়েছে। তবে এখনো আমার ভাগ্নির জ্ঞান ফেরেনি।