নোয়াখালীর হাতিয়া উপজেলায়, মুকছুদুর রহমান জামে মসজিদের ও যুব সমাজের যৌথ উদ্যোগে এক বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৮ফেব্রুয়ারি) বিকেল ৩টা হইতে হাতিয়া পৌরসভা,৬নং ওয়ার্ড হানিফ মার্কেট বাজার প্রাঙ্গণে এই মাহফিলটি আয়োজিত হয়, সেখানে কুরআনের তাফসীর এবং ইসলামী শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
নোয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ওসমান গনি রুবেলের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে অনুষ্ঠিত হয়।
প্রধান মেহমান হিসেবে, তাফসীর পেশ করেন নোয়াখালী হাজির হাট মাদ্রাসার প্রধান মুফতী হিফজুর রহমান সাহেব আরো তাফসির পেশ করেন। হাফেজ মোহাম্মদ ইলিয়াছ সাহেব, পরিচালক জামিয়া আরকাম মাদ্রসা ওছখালী হাতিয়া। মুফতী রহমাত উল্ল্যাহ, মুহতামিম ফয়জুল উলুম ইসলামিয়া মাদ্রসা,হাতিয়া নোয়াখালী। মওলানা এমদাদুল্ল্যাহ সাইফী, খতিব হাজী মুকছুদুর রহমান জামে মসজিদ হাতিয়া। বক্তারা তাফসীরের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।
মাহফিলের আয়োজনের উদ্দেশ্য ছিল মুসলিম সমাজে কুরআনের সঠিক তাফসীর এবং ইসলামী জীবনশৈলীর সচেতনতা বৃদ্ধি করা। এই মাহফিলে বিভিন্ন নেতৃবৃন্দ, সমাজকর্মী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি গভীর শ্রদ্ধার সাথে সমাপ্ত হয় এবং সবাইকে ইসলামের সঠিক পথে চলতে উদ্বুদ্ধ করা হয়। অনুষ্ঠানের শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সকলের জন্য কল্যাণ কামনা করা হয়।