১৯৫০ সালে স্থাপিত জয়পুরহাট কালাই উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পুর এম ইউ ফাজিল মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান পালিত হয়েছে ।
রবিবার বেলা ১২ টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানে পুর এম ইউ সিনিয়র ফাজিল (স্নাতক) মাদ্রাসার অধ্যক্ষ মুফতী মোঃ সাহেব আলীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা শাখার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী রাশেদুল আলম সবুজ।
এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, আমরা আমাদের আদর্শ, নৈতিকতা, কর্মজীবন ও চরিত্র ভাল না রাখলে মানুষ আমাদের ঘৃণা করবে। একজন মানুষ বেঁচে থাকে তার নৈতিকতার উপরে। এজন্য আমাদের আদর্শ ও নৈতিকতা ঠিক রেখে চলাফেরা করতে হবে। আগে আমরা হুজুর দেখলে মাথা নিচু করতাম ভয় করতাম সেটা এখন আর নাই। এখন আমরা তাদের সাথে বেয়াদবি করি।
তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, কেউ যেন বেয়াদবি না করে এ জন্য মাদ্রাসা প্রধানের নেতৃত্বে সকল শিক্ষক এবং সকল স্টাফ সহ ছাত্র-ছাত্রীদের মাঝে এমন একটি পরিবেশ আনতে হবে যাতে সকল শিক্ষার্থী আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠে । পোশাক দেখলেই মানুষ যাতে মনে করে সে একজন মাদ্রাসার ছাত্র এ জন্য সকল শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের মাঝে ইসলামী লেবাস চালু করতে হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী কালাই উপজেলা শাখার আমীর মনসুর রহমান, জামুড়া-বাসুড়া দ্বীমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আঃ কাইয়ুম, মাদ্রাসার প্রাক্তন সভাপতি আব্দুল বারী সরকার ও মোস্তাফিজুর রহমান (ফিজু) উদয়পুর ইউনিয়ন জামায়াতে ইসলামের আমির মোঃ আব্দুস সোবহান ও সেক্রেটারী মো মাজহারুল ইসলাম, নওয়ানা দাখিল মাদ্রাসার সুপার মো মুক্তার হোসেন, ডা. মোহাম্মদ মাকসুদুর রহমান (রাজা), আলহেরা মাদ্রাসার মুহতামিম আরিফুল ইসলাম, উদয়পুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওয়াদুদ মন্ডল।
এছাড়াও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওঃ মোঃ শফিকুল ইসলাম ও মো মিজানুর রহমান। পরিশেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন জয়পুরহাট জেলা শাখার বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি মাওলানা মোঃ মাহমুদুল হাসান।