সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জেও রাতভর পুলিশি অভিযানে ৬ আওয়ামী লীগ নেতা কর্মীকে আটক করা হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারী) উপজেলার একাধিক স্থান তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলো, উপজেলার পৌরসভার মুনসেফপুর এলাকার মৃত আব্দুল বারেকের ছেলে এস.এম ইকবাল হোসেন (৪৪), নাগরীর রাথুরা এলাকার মো. বাচ্চু মিয়ার ছেলে মো. রাজিব মিয়া (২৯), জামালপুরের চুপাইর এলাকার মৃত সাহাজউদ্দিনের ছেলে মো. সাইফুল ইসলাম (৩৪), তুমলিয়ার টিউরি এলাকার মৃত সামসুজ্জামান সরকারের ছেলে মো. বদরুজ্জামান মোমেন সরকার (৬৩) এবং বক্তারপুরের ভাটিরা এলাকার মৃত ছলিম উদ্দিন শিকদারের ছেলে মো. রেজাউল করিম বাচ্চু (৫৭)।
রোববার (৯ ফেব্রুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।
ওসি বলেন, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে ফ্যাসিস্ট সরকারের দোসরদের আটক করা হচ্ছে। এদের “দি স্প্যাশাল পাওয়ার এ্যাক্ট ১৯৭৪” এর অধীনে আটক করা হয়েছে। পরবর্তী নির্দেশনা আসার পূর্ব পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
বিশৃঙ্খলা বা বে-আইনী কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত কাউকে কোনভাবে প্রশ্রয় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষায় যা কিছু করা প্রয়োজন কালীগঞ্জ থানা পুলিশ তার সবকিছুই করবে।
তিনি আরো জানান, আজকে তাদের গাজীপুর জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।