গাজীপুরের কালীগঞ্জে প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। দুর্নীতি ও নারী কেলেঙ্কারীরর ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ওই মানববন্ধন করেছে বলে জানা গেছে।
রোববার (৯ ফেব্রæয়ারি ) সকালে উপজেলার বাহাদুরসাদী এলাকার বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক কর্মচারী, অভিভাবক, সুশীল সমাজ ও এলাকাবাসী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ-উদ্দৌলা দুলালের অপসারণের দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা আমাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাই শিক্ষিত হতে। শিক্ষকের চরিত্র যদি এমন হয় তাহলে আমরা কোথায় যাবো? সিরাজ-উদ্দৌলা আপাদমস্তক একজন দুশ্চরিত্র এবং দুর্নীতি পরায়ন মানুষ। এমন শিক্ষক যেই বিদ্যালয়ে থাকবে সে বিদ্যালয় কখনোই উন্নতি করতে পারেনা। গত বৃহষ্পতিবার রাতে প্রধান শিক্ষক সিরজ-উদ্দৌলা বিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক অনুতোষ করের স্ত্রীর সঙ্গে একই কক্ষে আটক হন জনতার হাতে। এর আগেও তিনি নারীঘটিত কারণে স্থানীয়দের হাতে আটক হয়েছিলেন। এমন ঘটনায় বিদ্যালয়ের সম্মান ক্ষুন্ন হয়েছে বলেও আমরা মনে করছি।
বাহাদুরসাদী এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন শেখ বলেন, মানুষ গড়ার কারিগর হলেন শিক্ষক, তিনি সমাজের আইডল। কিন্তু তার চরিত্র যদি এমন হয় তাহলে আমাদের প্রজন্ম নিয়ে আমরা চিন্তিত। তিনি যেমন পরকিয়ায় আশক্ত তেমনি দুর্নীতিগ্রস্থ একজন মানুষ। আমরা তার অপসারণ চাই।
মানববন্ধনের বিষয়ে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ সোলায়মান আলম বলেন, কমিটি গঠনের পর আজকেই প্রথম শিক্ষকদের নিয়ে সভা করলাম। সভায় শিক্ষকসহ সকলের সর্বসম্মতিক্রমে প্রধান শিক্ষকের স্থলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে সহকারী শিক্ষক বিভাষ কুমার সাহাকে দায়িত্ব প্রদান করা হয়েছে। আমরা কোনভাবেই বিদ্যালয়ের নিরাপত্তা এবং সুনামের ঘাটতি হতে দিতে পারিনা।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ যদি প্রমানিত হয় তাহলে আমরা আইনী প্রক্রিয়ার মাধ্যমে তার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবো।