পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সাত ছাত্রদল কর্মী নিজেদের অজান্তেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনা জেলা কমিটিতে নাম আসায়, এই কমিটি থেকে পদত্যাগ করেছে।
গত মাসের ২৯ জানুয়ারি (বুধবার) সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী বরকতুল্লাহ ফাহাদকে আহবায়ক এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনজুরুল ইসলামকে সদস্য সচিব করে পাবনা জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরর ৩০৬ সদস্যবিশিষ্ঠ আহ্বায়ক কমিটি গঠিত হয়। কমিটি গঠনের পরপরই ছাত্রলীগ সম্পৃক্ততা সহ নানান অভিযোগে সংবাদ প্রকাশ হয়।
তবে, ছাত্রদল কর্মীদের নাম আসায় শনিবার দুপুর ২ টায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে সংবাদ সম্মেলনের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনা জেলা কমিটি থেকে সাত ছাত্রদল কর্মী একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
পদত্যাগকারী ছাত্রদল কর্মীরা হলেন: ১. আব্দুল আলিম (সংগঠক), ২. সালমান সাদিক শুভ (সদস্য), ৩. ইনামুল পারভেজ (সদস্য), ৪. মো. মাসুম রিয়াজ (সদস্য), ৫. মো. শিহাব হোসেন (সদস্য), ৬. মো. শিখাতুল রহমান (সদস্য), ৭. মো. আবির হোসেন (সদস্য)।
পদত্যাগপত্রে উল্লেখ করা হয়েছে, তারা জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাবিপ্রবি শাখার নেতৃবৃন্দের নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানে যুক্ত হয় এবং তারা জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে আন্দোলনে অংশগ্রহণ করেন। সেইসাথে দেশ সংস্কারের কাজে সক্রিয়ভাবে অংশ নেন। তবে গত ২৯ জানুয়ারি বৈষম্যই বিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলা শাখার যে কমিটি দেওয়া হয়েছে তা তাদেরকে অবগত না করেই নাম দেওয়া হয়। তাই জাতীয়তাবাদী ছাত্রদলের উক্ত কর্মীরা পদত্যাগ করেন।