গাজীপুরের কালীগঞ্জে মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলিক এসিড ও আয়রন ট্যাবলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রয়ারী) সকালে উপজেলার কালীগঞ্জ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম, ৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে ওই ঔষধ বিতরণ করা হয়।
কালীগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম মনজুর-এ-এলাহী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তনিমা আফ্রাদ।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে ডা. এস.এম মনজুর-এ-এলাহী বলেন, একটি সমৃদ্ধশালী জাতি গঠন করতে হলে সুস্থ ও শিক্ষিত নাগরিক প্রয়োজন। আর সুস্থ নাগরিক দিতে পারে সুস্থ সবল একজন মা। মা যদি সুস্থ থাকে সন্তানও হবে সুস্থ। তোমাদের এখন থেকেই স্বাস্থ্য সচেতন হতে হবে। আজকে যেই ট্যবলেটগুলো দেওয়া হচ্ছে এগুলো তোমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। নিয়ম মেনে এ ওষুধ গুলো খেলে তোমাদের শরীর ভালো থাকবে এবং পড়াশোনায় মনোযোগী ও হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থসহ উপজেলায় কর্মরত বিভিন্ন গণ্যমাধ্যম কর্মীবৃন্দ।