1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
আশুলিয়ায় ডিবি পরিচয়ে ব্যবসায়িকে তুলে নেয়ার চেষ্টা, যুবক আটক  কাঠালিয়ায় এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নিয়ামতপুরে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের আহ্বানে প্রীতি ফুটবল ম্যাচ গাজীপুরের ড্রিম ল্যান্ড গেস্ট হাউসে পুলিশের অভিযানে ১৪ জন আটক নিয়ামতপুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত আশুলিয়ায় ৬ দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ  বরগুনায় বিএনপি নেতার বিরুদ্ধে বৈশাখী উৎসবে চাঁদাবাজির অভিযোগ মির্জাপুরে মানববন্ধন শেষে বাড়িতে গিয়ে হামলা ও অগ্নিসংযোগ: গ্রেপ্তার ৩ আশুলিয়ায় থাই অ্যালকোম্যাক্স পিএলসি কারখানায় অগ্নিকাণ্ড  টাঙ্গাইলে নিখোঁজের ৩ দিন পর সেপটিক ট্যাংকে মিলল ছাত্রের মরদেহ

আশুলিয়ায় কারখানার ভেতর শ্রমিকের ঝুলন্ত মরদেহ গেট বন্ধ করে সহকর্মীদের বিক্ষোভ 

আশুলিয়া প্রতিনিধি:-
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

ঢাকা সাভার আশুলিয়ায় একটি পোশাক কারখানার ভেতর থেকে মোস্তফা নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কারখানা কর্তৃপক্ষ এটিকে আত্মহত্যা বললেও শ্রমিকদের দাবি তাকে হত্যা করা হয়েছে। এ নিয়ে শ্রমিকরা পোশাক কারখানাটির মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আশুলিয়ার খেজুরবাগান এলাকার রেডিয়ান্স জিন্স লিমিটেডেট কারখানায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি রেডিয়ান্স ফ্যাশন লিমিটেডের অষ্টম তলায় ফিনিশিং বিভাগে কাজ করতেন।

শ্রমিকরা জানান, সকালে কারখানার ভেতরে মোস্তফার ঝুলন্ত মরদেহ দেখতে পান শ্রমিকরা। এ খবর পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। শ্রমিকরা হত্যাকাণ্ড সন্দেহে কারখানার কাজ বন্ধ করে মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

একাধিক শ্রমিকের অভিযোগ, মোস্তফা আত্মহত্যা করেননি। তাকে কেউ হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখেছে। দ্রুত দোষীদের শনাক্তের দাবি জানান তারা।
তবে পরিচয় না দিলেও এক কর্মকর্তার দাবি, প্রাথমিকভাবে মনে হচ্ছে অজ্ঞাত কারণে মোস্তফা আত্মহত্যা করেছেন।

আশুলিয়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামসুল হক বলেন, ওই কারখানার ভেতরে এক শ্রমিক আত্মহত্যা করেছেন। এরপর থেকে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ করছেন। এখানে শিল্প-পুলিশ-১ এর একটি টিম ও সেনাবাহিনীর একটি টিম কাজ করছে। আমরা কারখানার বাইরে অবস্থান করছি। বিস্তারিত পরে জানানো হবে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, ঘটনাস্থলে শিল্প পুলিশ রয়েছে। শ্রমিকরা গেট বন্ধ করে রেখেছেন। তাদের দাবি সেনাবাহিনী ও মিডিয়া ছাড়া তারা গেট খুলবেন না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট