ঢাকা সাভার আশুলিয়ায় একটি পোশাক কারখানার ভেতর থেকে মোস্তফা নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কারখানা কর্তৃপক্ষ এটিকে আত্মহত্যা বললেও শ্রমিকদের দাবি তাকে হত্যা করা হয়েছে। এ নিয়ে শ্রমিকরা পোশাক কারখানাটির মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে আশুলিয়ার খেজুরবাগান এলাকার রেডিয়ান্স জিন্স লিমিটেডেট কারখানায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি রেডিয়ান্স ফ্যাশন লিমিটেডের অষ্টম তলায় ফিনিশিং বিভাগে কাজ করতেন।
শ্রমিকরা জানান, সকালে কারখানার ভেতরে মোস্তফার ঝুলন্ত মরদেহ দেখতে পান শ্রমিকরা। এ খবর পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। শ্রমিকরা হত্যাকাণ্ড সন্দেহে কারখানার কাজ বন্ধ করে মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
একাধিক শ্রমিকের অভিযোগ, মোস্তফা আত্মহত্যা করেননি। তাকে কেউ হত্যার পর মরদেহ ঝুলিয়ে রেখেছে। দ্রুত দোষীদের শনাক্তের দাবি জানান তারা।
তবে পরিচয় না দিলেও এক কর্মকর্তার দাবি, প্রাথমিকভাবে মনে হচ্ছে অজ্ঞাত কারণে মোস্তফা আত্মহত্যা করেছেন।
আশুলিয়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামসুল হক বলেন, ওই কারখানার ভেতরে এক শ্রমিক আত্মহত্যা করেছেন। এরপর থেকে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ করছেন। এখানে শিল্প-পুলিশ-১ এর একটি টিম ও সেনাবাহিনীর একটি টিম কাজ করছে। আমরা কারখানার বাইরে অবস্থান করছি। বিস্তারিত পরে জানানো হবে।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুঁইয়া বলেন, ঘটনাস্থলে শিল্প পুলিশ রয়েছে। শ্রমিকরা গেট বন্ধ করে রেখেছেন। তাদের দাবি সেনাবাহিনী ও মিডিয়া ছাড়া তারা গেট খুলবেন না।