চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবি ও বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে চাঁপাইনববাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বিওপিতে এ বৈঠক অনুষ্ঠিত হতে। বিজিবির পক্ষে থেকে নেতৃত্বদেন, রংপুর রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল এসএম জাহিদুর রহমান, বিএসএফের সাউথ বেঙ্গলের আইজি শ্রী মনিন্দর প্রতাপ সিং।
বৈঠকের বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির অধিনায়ত লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে সু-সম্পর্ক বজায় রাখাসহ বৈঠকে সীমান্ত সংক্রান্ত দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়,বিশেষ করে সীমান্তের যে কোন ধরনের সমস্যা সংশ্লিষ্ট কমান্ডার পর্যায়ে যোগাযোগ ও পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানে উভয় পক্ষ একমত হন।
বেঠকে রাজশাহী সেক্টর ও মালদা সেক্টরের কমান্ডারসহ বিজিবি-বিএসএফের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।