জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়ন বিএনপির সদস্য স্কুল শিক্ষক মতিউর রহমান মুক্তাকে সুনির্দিষ্ট অভিযোগে দল অব্যাহতি দেওয়া হয়েছে।
অব্যাহতি পাওয়া মতিউর রহমান মুক্তা টনকী জোবায়দা জোব্বার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সে ওই ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য পদে থেকে আওয়ামী লীগের রাজনীতিতে ওতপ্রোতভাবে জড়িত ছিল। ৫ আগস্ট সরকার পতনের পর খোলস পাল্টে নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দেওয়ার অভিযোগ উঠে। ওই ইউনিয়ন বিএনপির কমিটিতেও তাকে সদস্য পদে দেখা যায়। পরে তৃনমুল বিএনপি নেতাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারী) রাতে ওই ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ঠান্ডা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (৯ ফেব্রুয়ারী) রাতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুলের সিদ্ধান্তে এক বিজ্ঞপ্তিতে তাকে বিএনপির কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়।
এ বিষয়ে কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ঠান্ডা ও সাধারণ সম্পাদক মো. সুরুজ্জামান সুরুজ সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয় ‘মেলান্দহ উপজেলার ২নং কুলিয়া ইউনিয়ন শাখার নবগঠিত কমিটির সদস্য জনাব মতিউর রহমান মুক্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আমাদের নজরে আসায় তাকে সংশ্লিষ্ট কমিটি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। সেখানে বিজ্ঞপ্তিতে উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বাবুল এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলেও উল্লেখ করা হয়।