নীলফামারীর সৈয়দপুর উপজেলার ব্রম্মতর এলাকায় আগুনে ১০টি পরিবারের ২০টি ঘর সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়েছে।
জানা যায়, সোমবার রাতে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কাশীরামপুর বেলপুকুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ব্রম্মতর এলাকায় রান্না করার সময় গ্যাসের চুলা থেকে আগুনে সূত্রপাত হয়।
এতে দশটি পরিবারের ২০টি ঘর আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে কোন প্রাণ হানির ঘটনা না ঘটলেও আনুমানিক ১৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকান্ডের ৩০ মিনিট পর সৈয়দপুর উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম ঘঠনা স্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য, ঘর গুলো পাশাপাশি অবস্থিত হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।