জুলাই আন্দোলনের আন্দোলনকারী ও বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলা কলাপাড়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে দূর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে যায়। খবর শুনে বুধবার বেলা ১১ টার দিকে কলাপাড়া উপজেলা বিএনপি”র সাবেক কলাপাড়া উপজেলা আহ্বায়ক আলহাজ্জ্ব মনিরুজ্জামান মনির ছুটে যান কাফির রজপাড়া গ্রামের বাড়িতে। তিনি নুরুজ্জামান কাফি ও তার অসুস্থ বাবা রজপাড়া দিন এ ইলাহী দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ হাবিবুর রহমান সান্তনা দেন।
এসময় উপজেলা বিএনপি”র সাবেক আহ্বায়ক,আলহাজ্জ্ব মনিরুজ্জামান মনির বলেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা এই কাফির ঘর পুড়ে ছাই করে দিয়েছে। এজন্য দোষীদের তদন্ত-পূর্ব শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানান।
উল্লখ্য মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে নগদ টাকা ও স্বর্নালংকার সহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাফির পিতা এবিএম হাবিবুর রহমান। তবে কারা এ অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি প্রশাসন।