1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ:
আশুলিয়ায় ডিবি পরিচয়ে ব্যবসায়িকে তুলে নেয়ার চেষ্টা, যুবক আটক  কাঠালিয়ায় এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নিয়ামতপুরে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের আহ্বানে প্রীতি ফুটবল ম্যাচ গাজীপুরের ড্রিম ল্যান্ড গেস্ট হাউসে পুলিশের অভিযানে ১৪ জন আটক নিয়ামতপুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত আশুলিয়ায় ৬ দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ  বরগুনায় বিএনপি নেতার বিরুদ্ধে বৈশাখী উৎসবে চাঁদাবাজির অভিযোগ মির্জাপুরে মানববন্ধন শেষে বাড়িতে গিয়ে হামলা ও অগ্নিসংযোগ: গ্রেপ্তার ৩ আশুলিয়ায় থাই অ্যালকোম্যাক্স পিএলসি কারখানায় অগ্নিকাণ্ড  টাঙ্গাইলে নিখোঁজের ৩ দিন পর সেপটিক ট্যাংকে মিলল ছাত্রের মরদেহ

ডোমারে মৃত ব্যক্তির পরিবারের থেকে ঘুষ নেয়ার অভিযোগ 

ডোমার(নীলফামারী)প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

নীলফামারীর ডোমার থানার উপ-পরিদর্শক (এসআই) শাকিল মাহমুদ এর বিরুদ্ধে এক মৃত ব্যক্তির পরিবারের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগ উঠেছে। জানাযায়, ডোমার উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি ঘুন্টিপাড়া এলাকার বাসিন্দা জয়নাল আবেদিন বাবলু এর স্ত্রী রাবেয়া বেগম(৫০) গত ০৮ ফেব্রুআরি শনিবার রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি ভুল করে ইদুর মারার ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ হলে পরিবারের লোকজন তাকে রংপুর মেডিকেলে ভর্তি করান। সেখানেই তার মৃত ঘটে।

ঘটনার তদন্তের দায়িত্বে থাকা এসআই শাকিল মাহমুদ মৃতের পরিবারের কাছে মরদেহ সুরতহাল না করার আশ্বাস দিয়ে অর্থ দাবি করেন বলে নিহতের পরিবার জানান। পরিবারের সদস্যরা বাধ্য হয়ে তাকে এক হাজার টাকা প্রদান করেন।

মৃত ব্যক্তির স্বামী বাবলু বলেন, “আমরা মরদেহ নেয়ার জন্য পরিবারের কয়েকজন সদস্য হাসপাতালে অবস্থান করি। এই সময়ে পুলিশ আমাদের সহযোগিতা করবে বলে বাড়িতে থাকা স্বজনদের কাছে টাকা নেন। কিন্তু সুরতহাল না করার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিলেও হাসপাতাল থেকে সুরতহাল করে মরদেহ স্বজনদের হস্তান্তর করেছে।

স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন, ‘এর আগেও ওই এসআই-এর বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। এর আগে তিনি এক ব্যবসায়ীর মোবাইল নিয়ে দশ হাজার টাকা দাবী করেছিলেন। যদিও পরে বাধ্য হয়ে তিনি মোবাইল ফেরত দেন। তবে এবারের ঘটনাটি প্রকাশ্যে আসায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তবে এসআই শাকিল মাহমুদ তার বিরুদ্ধে আনা অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা বলে দাবী করেন। তিনি বলেন,”আমি মৃত ব্যক্তির পরিবারের কাছ থেকে টাকা নিইনি। এই ধরনের অভিযোগ আমার ব্যক্তিগত এবং পেশাগত মর্যাদাকে ক্ষুণ্ণ করার অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।

ডোমার থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট