বড়লেখায় পাঠক নন্দিত পত্রিকা দৈনিক যুগান্তরের রজত জয়ন্তী উৎসব পালন উপলক্ষ্যে বুধবার দুপুরে যুগান্তরের বড়লেখা উপজেলা প্রতিনিধি ও স্বজন সমাবেশের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে কেককাটা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও পৌর প্রশাসক মোহাম্মদ আসলাম সারোয়ার। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম।
যুগান্তর প্রতিনিধি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব- এর সভাপতিত্বে ও স্বজন সমাবেশের যুগ্ম সম্পদক সাংবাদিক সুলতান আহমদ খলিলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, প্রেসক্লাবের বর্তমান সহসভাপতি খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, দপ্তর সম্পাদক এ.জে লাভলু, সদস্য আজাদ বাহার জামালি, মস্তফা উদ্দিন, তাহমীদ ইশাদ রিপন, আশফাক আহমদ, রেদওয়ান আহমদ রুম্মান প্রমুখ।