1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০১:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে নারীকে শ্লীলতহানি ও মারধরের মামলায় বাঁধন গ্রেফতার, পিস্তল ওসমান পলাতক মির্জাপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বাবা নিয়ামতপুরে সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত মধুপুর ৪ মাসের সন্তান বিক্রি করে মোবাইল ফোন কিনলেন মা, উদ্ধার করল পুলিশ গাজীপুরের কাশিমপুরে ব্যাটারি ফ্যাক্টরিতে দুর্ধর্ষ ডাকাতির ভূরুঙ্গামারীতে জামায়াতের সূধী সমাবেশ অনুষ্ঠিত  আশুলিয়ায় ডিবি পরিচয়ে ব্যবসায়িকে তুলে নেয়ার চেষ্টা, যুবক আটক  কাঠালিয়ায় এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নিয়ামতপুরে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের আহ্বানে প্রীতি ফুটবল ম্যাচ গাজীপুরের ড্রিম ল্যান্ড গেস্ট হাউসে পুলিশের অভিযানে ১৪ জন আটক

সাভারে ডেভিল হান্টে কুটি মোল্লাসহ গ্রেফতার ১৩ 

সাভার প্রতিনিধি:-
  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে সাভারের বিভিন্ন এলাকা থেকে ১৩ জনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। আজ মঙ্গলবার (১১ ফ্রেব্রুয়ারী) রাতে সাভার মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার, সাভার সার্কেল মোঃ শাহীনুর কবির এ কথা জানান। এ সময় সাভার মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ জুয়েল মিঞা ও ইন্সেপেক্টর (তদন্ত) আশিকুর রহমান উপস্থিত ছিলেন।

সাভার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম রাজীবের ছোট মামা আখতারুজ্জামান কুটি মোল্লা। তাকে সোমবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মাদপুর এলাকা থেকে সাভার মডেল থানা পুলিশ আটক করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে আখতারুজ্জামান (কুটি মোল্লা) সাভার মডেল থানা হাজতে রয়েছে। এ ছাড়া বাকী ১২ জনকে আদালতে পাঠানো হয়েছে।

সাভার সার্কেল মোঃ শাহীনুর কবির আরো জানান, ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের নির্দেশে এবং সাভার মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ জুয়েল মিঞা এর নেতৃত্বে সাভার মডেল থানার একটি বিশেষ টিম ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করে। টিমটি ঢাকায় এবং সাভারের বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, মামা আখতারুজ্জামান (কুটি মোল্লা), মো: দেলোয়ার হাওলাদার (৫৭), যুবরাজ ইসলাম লিমন (২২), সাইফুল ইসলাম (৩৪), মো: শওকত আলী (৬৫), মো: আব্দুর রাজ্জাক (৪৩), রুহুল আমীন (৫৫), মো: নাছির হোসেন (২৪), মো: সেলিম ভূঁইয়া (৫০), মো: আনোয়ার হোসেন মাঝি (৪৪), মো: শাহাদাত হোসেন (৩৪), আসমা খানম শিল্পী (৩৭) ও মো: আবুবকর ছিদ্দিক (৪৮)।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের বেশিভাগই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে পরিস্থিতি অশান্ত করা এবং আওয়ামী ফ্যাসিবাদের দোসর হিসেবে নানা ধরনের অপকর্মে লিপ্ত হওয়ার অভিযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট