1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে মানববন্ধন শেষে বাড়িতে গিয়ে হামলা ও অগ্নিসংযোগ: গ্রেপ্তার ৩ আশুলিয়ায় থাই অ্যালকোম্যাক্স পিএলসি কারখানায় অগ্নিকাণ্ড  টাঙ্গাইলে নিখোঁজের ৩ দিন পর সেপটিক ট্যাংকে মিলল ছাত্রের মরদেহ পাবনায় ভুট্টাক্ষেতে মিলল ৭ বছরের কন্যা শিশুর মরদেহ জয়পুরহাট ও কালাই উপজেলায় নানা আয়োজনে পালিত হয়েছে পহেলা বৈশাখ কালাইয়ে যুব সমাজের নৈতিক অবক্ষয়ে কালাই জামায়াতে ইসলামীর যুব সমাবেশ মোস্তাফিজুর রহমান সেলিম দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন নামাজের মত সমাজ প্রতিষ্ঠা করার আহবান -অধ্যক্ষ মাও. মোস্তফা কামাল তালতলীর কড়াইবাড়িয়া বাজারে ১৮ টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই  মির্জাপুরে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

গাইবান্ধায় সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা লাশ নিয়ে মহাসড়ক অবরোধ

গাইবান্ধা প্রতিনিধি:-
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছাত্রলীগের সাবেক নেতাকে কুপিয়ে হত্যার পর তার লাশ নিয়ে মহাসড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টায় ধাপেরহাটে এই হত্যার পর সন্ধ্যার ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বন্দরের জামদানি সড়ক মোড়ে অবরোধ করা হয় বলে জানিয়েছেন সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার। পরে রাত ৮টায় বিচারের আশ্বাস ও পুলিশের অনুরোধে সড়ক ছাড়েন এলাকাবাসী।

নিহত আব্দুল্লাহ আল মামুন মণ্ডল (৩০) ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের ছেলে ও ইউনিয়নে ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

মামুন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সের নেট ফাস্ট বোলার ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে আব্দুল্যাহ আল-মামুন মণ্ডলকে ওই এলাকায় দেখা যায়। এর পরপরই একদল দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলা করে এবং কুপিয়ে মারাত্মক জখম করে।
আব্দুল্ল্যাহ আল মামুন মণ্ডল।

খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

পরে মামুনের মরদেহ নিয়ে ঢাকা-রংপুর মহাসড়কের ধাপেরহাটে অবরোধ করে অবস্থান নেয় এলাকাবাসী।
নিহতের বাবা আব্দুল মান্নান মণ্ডল বলেন, গত কয়েক বছর থেকে মামুন রাজনীতিতে সক্রিয় ছিল না। দীর্ঘদিন থেকে মামুন ক্রিকেট খেলা নিয়েই ব্যস্ত ছিল। বুধবারই মামুন সিলেট থেকে বাড়ি ফিরেছিল।

অবিলম্বে ছেলে হত্যার বিচারের দাবিও জানান এই বাবা।
সাদুল্লাপুর থানার ওসি তাজ উদ্দিন খন্দকার বলেন, এ ঘটনায় পুলিশ দুর্বৃত্তদের চিহ্নিত ও আটক করতে অভিযান অব্যাহত রেখেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট