1. info@www.jayjaysomay.com : দৈনিক যায়যায় সময় :
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
আশুলিয়ায় ডিবি পরিচয়ে ব্যবসায়িকে তুলে নেয়ার চেষ্টা, যুবক আটক  কাঠালিয়ায় এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নিয়ামতপুরে ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের আহ্বানে প্রীতি ফুটবল ম্যাচ গাজীপুরের ড্রিম ল্যান্ড গেস্ট হাউসে পুলিশের অভিযানে ১৪ জন আটক নিয়ামতপুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত আশুলিয়ায় ৬ দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের বিক্ষোভ  বরগুনায় বিএনপি নেতার বিরুদ্ধে বৈশাখী উৎসবে চাঁদাবাজির অভিযোগ মির্জাপুরে মানববন্ধন শেষে বাড়িতে গিয়ে হামলা ও অগ্নিসংযোগ: গ্রেপ্তার ৩ আশুলিয়ায় থাই অ্যালকোম্যাক্স পিএলসি কারখানায় অগ্নিকাণ্ড  টাঙ্গাইলে নিখোঁজের ৩ দিন পর সেপটিক ট্যাংকে মিলল ছাত্রের মরদেহ

সাভারে তিন দিবস ঘিরে ৫০ কোটি টাকার গোলাপ বিক্রির আশা 

সাভার প্রতিনিধি:-
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

পহেলা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস ও একুশে ফেব্রুয়ারি ঘিরে সাভারের ফুলচাষিরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় সাভারে ফুলের উৎপাদন ভালো হয়েছে। চলতি বছরে তিন দিবসকে ঘিরে সাভার উপজেলা কৃষি অফিস ৫০ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রার কথা জানিয়েছে। তবে গোলাপ চাষিরা বলছেন, গত বছরের তুলনায় ফুলের দাম কম।

সরেজমিনে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের শ্যামপুর, আক্রাইন, সাদুল্লাপুর, মৈস্তাপাড়া, বাগ্নীবাড়ি, সামাইর, কালিয়াকৈর, ভবানীপুর, রাজারবাগ, নয়াপাড়া, খাগান ও কমলাপুরসহ সাভারের বিভিন্ন অঞ্চল ঘুরে গোলাপ, জারবেরা, রজনীগন্ধা,মামফুলসহ বিভিন্ন প্রজাতির ফুলের আবাদ করতে দেখা যায়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) উপজেলার শ্যামপুর, আক্রাইন, সাদুল্লাপুর, মৈস্তাপাড়া, বাগ্নীবাড়িসহ কয়েক অঞ্চলের ফুল চাষিদের সঙ্গে আলাপ করে জানা যায়, উপজেলা কৃষি অফিসের বিক্রির লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার মতো ফুলের উৎপাদন হয়েছে চলতি বছরে। কিন্তু গত বছর ফুলের উৎপাদন ভালো না হলেও দাম ভালো ছিল। এ বছরে ফুলের দাম গত বছরের তুলনায় অনেক কম বলে হতাশার কথা জানায় গোলাপচাষিরা।

মৈস্তাপাড়া এলাকার গোলাপচাষি সফিকুল ইসলাম বলেন, সাভারে লাল মাটিতে মেরেন্ডা জাতের গোলাপের চাষাবাদ করা হয়। উর্বর ও নিষ্কাশিত জমিতে গোলাপ চারা রোপণ করলে ভালো ফলন পাওয়া যায়। গত কয়েক বছরের তুলনায় এ বছর ফুলের উৎপাদন ভালো হয়েছে।
সাদুল্লাপুর গোলাপ গ্রামের ফুলচাষি মোহাম্মদ সোহরাব বলেন, আমরা সারা বছর লাখ লাখ টাকা খরচ করেছি। এখন আমাদের জান বাঁচে না। এখন আমরা একটি ফুল পাইকারী ১৫-২০ টাকা বিক্রি করবো। কিন্তু এখন এক টাকা দেড় টাকা দাম।

অপর ফুলচাষি আরমান হোসেন বলেন, এ বছর ফুলের উৎপাদন ভালো হয়েছে। গত বছর ফুল ছিল না কিন্তু বাজারে দাম ছিল ভালো। গত বছরের এই দিনে ফুলের দাম ছিল পাইকারী ১০-১২ টাকা। কিন্তু এখন আমরা ফুল বিক্রি করছি ৫-৬ টাকা দরে। এ বছর ফুলের উৎপাদন হয়েছে প্রচুর এবং বাগান ভালো আছে, তাই ফলন ভালো হয়েছে। গত বছর বাগান ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে ফুলের উৎপাদন কম হয়েছিল। তাই দাম বেশি ছিল। তবে তিন দিবসকে ঘিরে দাম ঠিক থাকলে লাভের আশা করছেন তিনি।

অন্যদিকে সাভারে গোলাপ গ্রাম খ্যাত বিরুলিয়ায় গোলাপের বাগানে প্রতিদিনই ভিড় করেন দর্শনার্থীরা। মনোমুগ্ধকর পরিবেশে ও ভালোবাসার প্রতীক হিসেবে প্রিয়জনদের হাতে তুলে দেন বাগানের তরতাজা গোলাপ।
রাজধানীর মিরপুর-১২ থেকে ঘুরতে আসা জাকারিয়া বলেন, লোকমুখে শুনেছি ও ইউটিউবে দেখেছি এখানে আসলে অনেক ভালো লাগে। এতো এতো ফুলের মাঝে নিজেকে হারিয়ে ফেলা যায়। চারদিকে অনেক মানুষ দেখে ভালো লাগছে। গোলাপ গ্রামটি অনেক সুন্দর।

পরিবারের সঙ্গে গোলাপের বাগানে এসেছেন শ্রাবন্তী। তিনি বলেন, আমি পরিবারের সঙ্গে গোলাপ বাগানে বেড়াতে এসেছি। এখানে এসে অনেক গোলাপ দেখেছি এবং বাগানের ভেতরে গিয়ে ফুল কিনেছি। আমি ১০ পিস ফুল কিনেছি ১০০ টাকা দিয়ে।

সাভার উপজেলার কৃষি কর্মকর্তা আল মামুন বলেন, উপজেলায় প্রায় ৩০৫ হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে। এর মধ্যে প্রায় ২৩০ হেক্টর জমিতে গোলাপ ফুলের চাষ হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এ বছরের গোলাপের ফলন ভালো হয়েছে। তিন দিবস ঘিরে এ বছর গোলাপচাষিদের লাভের সম্ভাবনা রয়েছে। সব কিছু ঠিক থাকলে ৫০ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট