নওগাঁর মান্দায় শর্টসার্কিট থেকে আগুন লেগে ১৪টি দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার বারিল্যা বটতলা বাজারে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে অন্তত ৩০ লাখ টাকার মালপত্র ভস্মীভূত হয়েছে।
স্থানীয় বাসিন্দা রেজাউল ইসলাম জানান, জুমার নামাজ আদায়ের জন্য আশপাশের মুসল্লিরা মসজিদে ছিলেন। এ সময় বাজারের আল-আমিনের মুদিখানা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
পরে মান্দা ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয় লোকজনের সহায়তায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাজারের ব্যবসায়ী সোহরাব হোসেন বলেন, ‘আগুনে আমার মেডিসিনের দোকানসহ আমিনুল ইসলামের সার-কীটনাশক, এনামুলের কম্পিউটার ও ফটোকপি, মোশারফ হোসেনের স্টুডিও ও কম্পিউটার, সাগর হোসেনের মুদিখানাসহ ১৪টি দোকানঘর পুড়ে গেছে।
আগুনে আমার দোকানের ৩ লাখ টাকার ওপরে ক্ষতি হয়েছে।’ আরেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, ‘দুপুর ১২টার দিকে দোকানঘর তালাবদ্ধ করে বাড়ি চলে যাই। নামাজ চলাকালে দোকানে আগুন লাগার বিষয়ে জানতে পারি। এতে আমার অন্তত ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শফিউর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে অন্তত ৩০ লাখ টাকা ক্ষতি হতে পারে।