টাঙ্গাইলের মির্জাপুরে ডেবিল হান্ড অপারেশনে জুলহাস মিয়া (৬০) নামে একজন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপকজেলার লতিফপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি, মোঃ জুলহাস মিয়া উপজেলার লতিফপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। সে লতিফপুর ইউনিয়নের বড়দাম গ্রামের নাদু মিয়ার ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায় , গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দুচোখ অন্ধ হয়। এঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলী আদালতে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ওই মামলার অজ্ঞতনামা আসামি হিসেবে জুলহাস মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ডেবিল হান্ড অপারেশনে এ পর্যন্ত এই উপজেলা থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন (ওসি) গণমাধ্যমকে বলেন, হিমেলের মার করা মামলার তদন্তে গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নাম পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে টাঙ্গাইল আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠায়।