টাঙ্গাইলের মির্জাপুরে ডেভিল হান্ট অপারেশনে উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মীর লতিফকে গ্রেপ্তার করেছে মির্জাপুর থানা পুলিশ।
রবিবার রাতে আজগানা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মীর লতিফ উপজেলার আজগানা গ্রামের মীর ছাত্তারের ছেলে বলে জানা গেছে।
উল্লেখ্য- আরো জানা গেছে, গত ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের ছররা গুলিতে গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেলের দু চোখ অন্ধ হয়। এই ঘটনার পর হিমেলের মা নাছিমা বেগম টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলী আদালতে পুলিশ, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাসহ ১০০ জনের নাম উল্লেখ এবং ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। ঐ মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে মীর লতিফকে গ্রেপ্তার করা হয়েছে।
ডেভিল হান্ট অপারেশনে এ পর্যন্ত মির্জাপুর উপজেলা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোশারফ হোসেন বলেন, হিমেলের মায়ের করা মামলার তদন্তে উপজেলা আওয়ামী লীগ নেতা মীর লতিফের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে টাঙ্গাইল আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠায়।